দেশের বতর্মান পরিস্থিতি ও বৌদ্ধ সম্প্রদায়ের সাবির্ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের নেতৃত্বে বৌদ্ধ সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল অদ্য ২৫ নভেম্বর ২০১৬ মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এম পি’র সাথে তাঁর বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ এ মিলিত হন। প্রতিনিধি বৃন্দের মধে্য বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রফেসর ডা. অসীম রজ্ঞন বড়ুয়া, সাধারণ সম্পাদক মি. অশোক বডুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় , সহসভাপতি মি. বিমান বিহারী চৌধুরী, মি. মিহির কান্তি বড়ুয়া, অথর্ সম্পাদক মি. সৌমেন বডুয়া, সাংগঠনিক সম্পাদক মি. শরণবিকাশ বডুয়া, যুব বিষয়ক সম্পাদক মি. রাহুল বড়ুয়া, প্রকাশনা সম্পাদক ড. জগন্নাথ বডুয়া, হিসাব নিরীক্ষক মি: দেবাশীষ বডুয়া, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধমর্মিত্র মহাথের , উপাধ্যক্ষ বুদ্ধানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ সমিতি- ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক মি: স্বপন বড়ুয়া চৌধুরী , বৌদ্ধ ধমীর্য় কল্যাণ ট্রাস্টের পক্ষে ভাইস চেয়ারম্যান মি. সুপ্তভূষণ বডুয়া,ট্রাস্টি্র মি. দয়াল কুমার বডুয়া , ট্রাস্টি্র মিসেস বাসন্তিকা চাকমা , বৌদ্ধ যুব পরিষদের পক্ষে মি. রূপায়ন বড়ুয়া , মি. চিন্ময় বড়ুয়া রিন্টু প্রমূখ।
মাননীয় মন্ত্রী মহোদয় বৌদ্ধ সম্প্রদায়ের সাবির্ক নিরাপত্তা নিশ্চিত করায় বৌদ্ধ সম্প্রদায় আন্তরিক ধন্যবাদ জানান।
এটা ও দেখতে পারেন
বাংলাদেশের ২য় বৃহত্তম দণ্ডায়মান বুদ্ধপ্রতিবিম্বের বুদ্ধাভিষেক ও একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান…ত্রিরত্ন সংঘ।।
গত ২৮শে ফেব্রুয়ারি ২০২০ সাল রোজ শুক্রবার শুভ দিনে ভারত – বাংলা উপমহাদেশের সর্বজন নন্দিত …