ব্রেকিং নিউজ

চট্রগ্রামে সম্নিলিত বৌদ্ধ নাগরিকদের মানব বন্ধনে বক্তরা –

মায়ানমারে মানবাধিকার লংঘন বন্ধে বিশ্ব নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা
=====================================
মিয়ানমারে মানবাধিকার পরিস্থতির চরম অবনতি ও সহিংস ঘটনার প্রতিবাদে আজ ২৫শে নভেম্বর শুক্রবার বিকাল সাড়ে চারটায় জামালখান প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ন মানববন্ধন অনুষ্ঠিত হয় । সংগঠনের আহবায়ক লোকপ্রিয় বড়‍ুয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বিপ্লব বড়ুয়ার সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন প্রধান সমন্বয়কারী আওয়ামীলীগ নেতা মিথুন বড়ুয়া। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন – ভদন্ত বোধিমিত্র মহাথের, ড. সংঘপ্রিয় মহাস্থবির, ড. প্রিয়দর্শী থের, বোধিমিত্র থের, শাসনবংশ থের, লায়ন আদর্শকুমার বড়ুয়া, এডভোকেট প্রেমাংকুর বড়ুয়া, লায়ন মৃদুল বড়ুয়া চৌধুরী, প্রকৌশলী সুভাষ চন্দ্র বড়ুয়া, কমরেড অমৃত বড়ুয়া, প্রকৌশলী মৃনাল কান্তি বড়ুয়া, এডভোকেট করুনা রঞ্জন বড়ুয়া, স্বপন কুমার বড়ুয়া, ড. সুব্রত বরণ বড়ুয়া, আশীষ কুমার বড়ুয়া, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, সুজন কুমার বড়ুয়া, শিক্ষক নেতা মো. ইউনুচ মিঞা, তুষার কান্তি বড়ুয়া, সীমান্ত বড়ুয়া, সজিব বড়ুয়া ডায়মন্ড, সাংবাদিক সেতু বড়ুয়া, সংগঠক নান্টু বড়ুয়া, ঝুলন বড়য়া, প্রবীর বড়ুয়া সিকো, ডা. মৃনাল বড়ুয়া, অধ্যাপক শান্তিপদ বড়ুয়া, এড. দীর্ঘতম বড়ুয়া, প্রনয় বড়ুয়া, ছাত্রনেতা সৌমেন বড়ুয়া, ছাত্র নেতা রাজেষ বড়ুয়া, বোধিপাল বড়ুয়া, কীর্তনিয়া শাক্যপদ বড়ুয়া, অব: পুলিশ কর্মকর্তা উদয়ন বড়ুয়া, রন্জন বড়ুয়া, রনেশ চৌধুরী অঞ্জন বড়ুয়া, জিতুপ্রিয় বড়ুয়া, মানিক বড়ুয়া, নয়ন বড়ুয়া, লায়ন পূর্নেন্দু বড়ুয়া, সুর্য্যসেন বড়ুয়া শংকু, লায়ন প্রশান্ত বড়ুয়া, সরিৎ চৌধুরী সাজু, কমরেড অনুপম বড়ুয়া পারু, ব্যাংকার দুলাল বড়ুয়া, রতন বিকাশ বড়ুয়া, আনন্দ বিকাশ বড়ুয়া, স্থপতি বিজয় তালুকদার, পলাশ বড়ুয়া, রাজু চৌধুরী, মানবাধিকারকর্মি প্রশান্ত বড়ুয়া, দীপেন চৌধুরী, জাতীয়তাবাদী নেতা রুবেল বড়ুয়া, সংগঠক রনি চৌধুরী, শিশু চৌধুরী, অভি বড়ুয়া, সুপায়ন বড়ুয়া প্রমুখ। বক্তারা বলেন, আমাদের পাশ্বর্বর্তী দেশ মায়নমারে যে হারে মানবাধিকার লংঘন হচ্ছে বিশ্ববাসী এখনো যদি প্রতিরোধের ডাক না দেয় তাহলে আগামীতে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারন করবে। সেখানে বহু শিশু, নারী-পুরুষ মানবেতর দিন যাপন করছে। বক্তারা, শরণার্থীদের জন্য সহসা পর্যাপ্ত পরিমানে ত্রানের ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহবান জানান। ইতিমধ্যে যারা নির্যাতনের শিকার হয়ে মানবেতর দিনযাপন করছে বাংলাদেশের বৌদ্ধ সমাজ তাদের প্রতি সহানুভুতি প্রকাশ করেন এবং এই সমস্ত হীন কর্মকান্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। বক্তারা আরো বলেন, মায়নমারের সহিংস ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে যাতে কোন গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পাড়ে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য সরকার এবং প্রশাসনের প্রতি আহবান জানান।

সম্মন্ধে SNEHASHIS Priya Barua

এটা ও দেখতে পারেন

বাংলাদেশের ২য় বৃহত্তম দণ্ডায়মান বুদ্ধপ্রতিবিম্বের বুদ্ধাভিষেক ও একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান…ত্রিরত্ন সংঘ।।

গত ২৮শে ফেব্রুয়ারি ২০২০ সাল রোজ শুক্রবার শুভ দিনে ভারত – বাংলা উপমহাদেশের সর্বজন নন্দিত …

Leave a Reply

Translate »