পেইজ বুকে সাম্প্রদায়িক উস্কানি ও জঙ্গিবাদী প্রচারণার অভিযোগে বজলুল করিম রুশো নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
সোমবার কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার (সাইবার ক্রাইম) আলিমুজ্জামান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘রোববার রাজবাড়ির বালিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে বজলুলকে গ্রেফতার করে সিটিটিসির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। এর আগে শনিবার রাতে সোহরাব হোসেন ভুইয়া নামে এক উগ্র অনলাইন এক্টিভিস্টকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতেই বজলুলকে গ্রেফতার করা হয়।’
আলিমুজ্জামান বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় ও বিভিন্ন উস্কানিমূলক পোস্টদাতা বেশ কিছু ফেসবুক আইডি আমাদের নজরদারিতে আছে। তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বজলুল জানায়, সে রুশো করিম নামের ফেসবুক আইডি ও রুশো করিম ডট ভিউজ নামের পেজ খুলে দেশবিরোধী, জঙ্গিবাদের সমর্থনে এবং সাম্প্রদায়িক প্রচারণা চালাতো। একটি চক্রের মাধ্যমে সে এই কাজ সম্পাদন করতো।
বজলুল আরো জানায়, ‘সে অনিমেষ রায়, নয়ন চ্যাটার্জি, হাবিব ও তানভির সহ অনেকের সাথে যোগসাজশে এ ধরণের অনলাইন ভিত্তিক অপকর্ম করতো। তার মূল কাজ ছিল ফেসবুকে পোস্ট দেয়ার মাধ্যমে অন্যদের মোটিভেট করা।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানিমূলক, ব্যাঙ্গাত্মক ও আপত্তিকর ছবি এবং মন্তব্য পোস্ট করে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ ধরনের কাজ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ পুলিশ সকলকে অনুরোধ জানাচ্ছে। কোনো ব্যক্তি যদি ধর্মীয় উস্কানিমূলক ও ব্যাঙ্গাত্মক ছবি এবং মন্তব্য পোস্ট করেন তাহলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য পুলিশ হেড কোয়ার্টার্স সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।