সিসিটীভি ক্যামেরা ও নির্বাণকামী
খবরটি আমাদের গ্রুপের সুমন রাজ কতৃক প্রকাশিত হওয়ার পর এর বাস্তবতা সম্পর্ক।
প্রশ্ন এসেছেঃ বৌদ্ধ মন্দিরে সিসিটীভির কি প্রয়োজন উত্তর মন্দিরে দরজায় তালা বা সিটকানির কি প্রয়োজন???
প্রশ্ন এসেছেঃ সচেতনতা বৃদ্বি করার – নিশ্চই তার জন্য অনেক ধরনের কাজ করা যায় এবং আমরা করছি তবে সিসিটিভি ও তার একটি অংগ যেমন আপনাদের সামনে যদি ক্যামেরা থাকে তবে কিনতু আপনি চেষ্টা করেন সংযতভাবে কথা বলার বা আচরন করার।শুধু তাই নয় বিহারে যে অনূষ্ঠানগুলো হয় সেগুল ভিডিও করতে ও আমাদের প্রতি অনুষ্ঠানে আলাদা অর্থ ব্যয় করতে হয় বারে বারে। আর একটি বিষয় হচ্ছে এই সিসিটিভি স্থাপন করতে যে পরিমান অর্থের প্রয়োজন তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য যদি কারিগরি সহায়তা পাওয়া যায় যেমন যিনি কম্পিউটার সম্পর্কে অজ্ঞ তার কাছে কম্পিউটার কেনার খরচ অনেক।
যাই হোক এ কাজটি যে নির্বাণকামী প্রথম শুরু করলো তা ও নয় যেমন বেশ কিছু মন্দিরে অলরেডি স্থাপন করা হয়েছে এবং তারা তার সুফল ও পাচ্ছেন এবং অনেকে আমাদের কাছে করে দেয়ার জন্য লিখেছেন এবং আমরা তাদের প্রয়োজন বুঝে তাদের সাহায্য করার চেষ্টা করছি অন্য যারা নিজ তত্তাবধানে ও করতে চান তাতে অসুবিধা নেই কিন্তু আমরা যদি দশটি মন্দিরের সরঙ্গামাদি এক সাথে ক্রয় করি এবং আমাদের এক্সপার্টদের মাধ্যমে ক্রয় করি তাতে আমাদের বেশ বড় পরিমান অর্থ বেচে যাবে বৈকি। এ বিষয়ে দাতাদের ও দৃষ্টি আকর্ষন করছি যারা এ ধরনের মহতি কাজে অর্থ বা কারিগরি সহায়তা অথবা কায়িক পরিশ্রম দান দিতে চান তারা অনুগ্রহ করে আমাদের সাথে একত্রিত হন।