আবর আমিরাতে গিনেস বিশ্বরেকর্ডধারী আল জারুনী বৌদ্ধ ভিক্ষুদের সাথে সাক্ষাৎ
=================================
সম্প্রতি আরব আমিরাতে একদল বৌদ্ধ ভিক্ষুর সাথে সেখানকার রাজবংশীয় ধনকুবের, গিনেস বিশ্বরেকর্ডধারী, আল জারুনী ফাউন্ডেশনের চেয়ারম্যান, এমিরেটস এন্টারপ্রিনারের সত্ত্বাধিকারী জনাব সোহেল মোঃ আল জারুনীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তার বাসভবনে। আরব আমিরাত মেডিটেশন সেন্টারের মাধ্যমে তিনি বৌদ্ধ ভিক্ষু তথা বৌদ্ধ ভাবনা পদ্ধতি নিয়ে আগ্রহান্বিত হন। আজকের সাক্ষাতে তিনি জানতে চান, বৌদ্ধ ভিক্ষুদের চীবরের রং ও মুণ্ডিত মস্তক সম্পর্কে। উত্তরে ভিক্ষুরা বলেন, চীবরের রং লাল/কমলা হওয়ার কারণ হচ্ছে যাতে দূর থেকে চেনা যায় এবং সকল প্রকার লৌকিক আসক্তি থেকে দূরে থাকা বুঝাতে। বর্তমানে থেরবাদীরা এই রং ব্যবহার করলেও মহাযানীরা অন্য রংও ব্যবহার করে। এছাড়া মাথা মুণ্ডিত করার কারণ হচ্ছে যাতে বার বার চুল আচড়াতে না হয়, কোনো ফ্যাশন করা না যায় এবং সকল প্রকার আসক্তি থেকে বর্জন করা। জনাব জারুনী বলেন, বুদ্ধের পথ সবসময় যুদ্ধ থেকে মুক্তির পথ দেখায়। এজন্য তিনি ভিক্ষুদেরকে এটা নিয়ে আরো সোচ্চার হতে বলেন এবং আমন্ত্রণ জানান, আমিরাতে আবারও এসে এ ব্যাপারে সহযোগিতা করার। তিনি বলেন, বৌদ্ধ ভিক্ষুদের সহজ-সরল জীবনযাপন ও বিনয়ী আচরণ তাকে সত্যিই মুগ্ধ করে। বৌদ্ধ ভিক্ষুরা উপহারস্বরূপ মিষ্টি ও স্বারক নিয়ে যান। এ বন্ধুত্বের বন্ধন আরো অটুট হবে – এ আশাবাদ ব্যক্ত করে তারা সেখান থেকে চলে আসেন।
