ব্রেকিং নিউজ

ফ্রান্সে বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ভাবনা কেন্দ্রে শুভ কঠিন চীবর দানোৎসব ১৩ নভেম্বর রবিবার

14976407_908578665942604_45165794256046933_o

ফ্রান্সে বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ভাবনা কেন্দ্রে
শুভ কঠিন চীবর দানোৎসব ১৩ নভেম্বর রবিবার
=============================
.
শিল্প , সংস্কৃতি সভ্যতার প্রাণকেন্দ্র ফ্রান্সের প্যারিসের অদুরে স্তাই প্রতিষ্ঠিত বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ভাবনা কেন্দ্রে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাক জমকপূর্ণ পরিবেশে আগামী ১৩ নভেম্বর ২০১৬ রবিবার সারাদিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হতে যাচ্ছে।
ফ্রান্সস্থ ধ্মমা চাক্কা শ্রীলংকান বৌদ্ধ বিহারের সুযোগ্য বিহার অধিপতি কে আনন্দ নায়ক থের সভাপতিত্বে অনুষ্ঠেয় দানানুষ্ঠানে প্রধান জ্ঞাতির অাসন অলংকৃত করবেন জুরিখ, সুইজারল্যান্ড বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ অনিরুদ্ধ নায়ক থের সম্মানিত জ্ঞাতি হিসাবে উপস্থিত থাকবেন আমেরিকা থেকে ফ্রা সাকুন ভদন্ত সুমনতিষ্য মহাথের। প্রধান ধর্মদেশক হিসাবে উপস্থিত কানাডা থেকে ভদন্ত শরনাপাল মহাথের” ও আরো প্রাজ্ঞ পন্ডিত ভিক্ষুগণ বিশেষ সদ্ধর্মদেশক হিসেবে থাকবেন। এতে উদ্বোদক হিসেবে উপস্থিত থাকবেন বহু গ্রন্থ প্রণেতা,পন্ডিতপ্রবর ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের ।
.

উক্ত দানময় ,শীলময় ,পুন্যময় অনুষ্ঠানে সবার সবান্ধব উপস্থিতি একান্ত ভাবে কামনা করেছেন
বংগীয় বৌদ্ধ সভা , ফ্রান্সের সভ্য বৃন্দ।

সম্মন্ধে SNEHASHIS Priya Barua

এটা ও দেখতে পারেন

পূজনিয় শরনংকর বনাম ডঃ হাছান মাহমুদ বা এরশাদ শিরোনামটা শতভাগ সঠিক নয়

(লেখাটি যে কোন কেউ ছাপাতে পারেন আমার অনুমতির প্রয়োজন নাই) পূজনিয় শরনংকর বনাম ডঃ হাছান …

Leave a Reply

Translate »