ব্রেকিং নিউজ

সীবলী মাতা সুপ্রবাসা সাত বৎসর ৭ দিন যাবৎ কোন পাপের ফলে গর্ভকালীন মহা কষ্ট ভোগ করিয়াছেন?

সীবলী মাতা সুপ্রবাসা সাত বৎসর ৭ দিন যাবৎ কোন পাপের ফলে গর্ভকালীন মহা কষ্ট ভোগ করিয়াছেন?

ইলা মুৎসুদ্দী

shiboli1

সুপ্রবাসা  ছিলেন কোলীয় রাজ-কুমারী। তিনি ভগবানের প্রধানা সেবিকা ও  উৎকৃষ্ট ভোজ্যদায়িকাগণের অগ্রগণ্যা ছিলেন। সেই স্রোতাপন্না রাজকুমারীর গর্ভে পূরিত পারমী শ্রাবক বোধিসত্ত্ব সীবলি স্থবির জন্মগ্রহণ করেন। এই রূপ  পুণ্যবান মহাপুরুষ এবং তাঁহার জননী কী কারণে সাত বৎসর ৭ দিন যাবৎ মহা কষ্ট ভোগ করিতেছেন তাহা পরমার্থদীপনীতে এইভাবে ব্যাখ্যা করা হইয়াছে :

অতীতকালে বারাণসীর এক রাজাকে কোশলরাজ বহু সৈন্য-সামন্তের সহিত অবরোধ করে নিহত করেন এবং বারাণসী রাজের প্রধানা মহেষীকে নিজের পাটরাণী করেন। বারাণসী রাজের পুত্র পিতার মৃত্যুকালে গুপ্তদ্বার দিয়া পলাইয়া গিয়া স্বীয় জ্ঞাতি-মিত্র বন্ধু-বান্ধবগণকে একত্রিত করে বহু সৈন্য সামন্ত সংগৃহীত করেন। তিনি সসৈন্যে বারাণসীর অনতিদূরে প্রকান্ড শিবির স্থাপনপূর্বক বারাণসী রাজকে পত্র দিলেন, রাজ্য কিংবা যুদ্ধ দেন। রাজকুমারের মাতা ঐ সংবাদ শুনিয়া পুত্রের কাছে পত্র দিলেন, বৎস, যুদ্ধ করিয়া কাজ নাই বারাণসী নগরীর চারিদিকে এমনভাবে ঘিরিয়া ফেল যেন লোক বাহিরে যাইতে না পারে। তাহা হইলে জ্বালানি কাষ্ঠের অথবা ধান্যের অভাবে উৎকণ্ঠিত হইয়া মানুষেরা রাজাকে বধ করে তোমার হস্তে সমর্পণ

করিবে’। রাজপুত্র মাতার পত্র পাইয়া নগরীর চারি মহা দরজা সাত বৎসর রূদ্ধ করিয়া রাখিয়াছিলেন। নাগরীকেরা ছোট দ্বার দিয়া কাষ্ঠ ও ধান্য সংগ্রহ করিত। রাণী উহা শুনিয়া পুত্রের কাছে গুপ্তচরের দ্বারা বলিয়া পাঠাইলেন, বৎস, ছোট দরজা সকলও বদ্ধ করিয়া ফেল,  রাজপুত্র তাই করিলেন। তখন নাগরীকেরা কাষ্ঠ ও ধান্যের অভাবে উন্মত্ত প্রায় হইয়া সপ্তম দিবসে রাজাকে

মারিয়া ফেলিল এবং তাহার শির লইয়া রাজ-কুমারের হস্তে সমর্পণ করিল। রাজ-কুমার নগরে গমনপূর্বক সেই রাজ্যের অধীশ্বর হইলেন। সেই রাজপুত্র বর্তমানে সুপ্পবাসা কোলিয় কন্যার গর্ভে জন্মগ্রহণ করেন। শেষ কালে তিনিই লাভীগণের অগ্রগন্য সীবলি মহাস্থবির রূপে খ্যাত হন। সাত বৎসর নগর অবরোধের ফলে তাঁহাকে সাত বৎসর গর্ভবাস যন্ত্রণা ভোগ করিতে হয় এবং সাতদিন সকল দরজা বন্ধ করার সাত দিন গর্ভ হইতে বহিনিষ্ক্রমণের পথ না পাইয়া পড়িয়া থাকিতে হয়। মাতা উহার পরামর্শ দাতা বলিয়া তাঁহাকে দীর্ঘকাল গর্ভধারণ যন্ত্রণা ভোগ করিতে হইয়াছে। এই গল্প থেকে বুঝা যায়, পরামর্শদাতা হলে ও সমান পাপের অংশীদার হয়ে পাপের ফল ভোগ করতে হয়।

 

সম্মন্ধে ela mutsuddi

এটা ও দেখতে পারেন

মেডিটেশান এবং আপনার ব্রেইন

Leave a Reply

Translate »