ব্রেকিং নিউজ

ফ্রান্সে কুশলায়ন বুদ্ধিস্ট মেডিটেশান সেন্টারে দানোত্তম শুভ কঠিন চীবর দান সম্পন্ন

dsc_0754

ফ্রান্সে কুশলায়ন বুদ্ধিস্ট মেডিটেশান সেন্টারে
দানোত্তম শুভ কঠিন চীবর দান সম্পন্ন
=============================
শিল্প , সংস্কৃতি সভ্যতার প্রাণকেন্দ্র ফ্রান্সের প্যারিসের অদুরে কুশলায়ন বুদ্ধিস্ট মেডিটেশান সেন্টারে দানোত্তম শুভ কঠিন চীবর দান যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাক জমকপূর্ণ পরিবেশে গত ০৬ নভেম্বর ২০১৬ রবিবার সারাদিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

সকাল ৮টায় ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হওয়া দিনব্যাপী অনুষ্ঠান বুদ্ধপূজা দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, সমবেত প্রার্থনা, ধর্ম দেশনা, আলোচনা সভা, কঠিন চীবর উৎসর্গ, প্রদীপ পূজা মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়।

বিহারাধ্যক্ষ শ্রীমৎ জ্যোতিসার ভিক্ষুর উদ্ধোধনী ভাষণ প্রদানের মধ্য দিয়ে শুরু হওয়া দানসভায় শ্রদ্ধেয় শ্রীলকান বৌদ্ধ ভিক্ষু ভদন্ত ওয়াজিচা থের সভাপতিত্বে করেন। সভায় প্রধান ধর্মদেশক হিসাবে উপস্থিত ছিলেন বহু গ্রন্থ প্রনেতা, পন্ডিত প্রবর ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমেরিকা থেকে ফ্রা সাকুন ভদন্ত সুমনতিষ্য মহাথের। অন্যান্যদের মধ্যে ভদন্ত আনন্দ নায়ক থের, ভদন্ত বুদ্ধপ্রিয় ভিক্ষু সহ বিভিন্ন দেশের বৌদ্ধ ভিক্ষুরা দেশনা করেন । ফ্রান্সে বসবাসরত বাংলাদেশ, লাউস, কম্ভোডিয়ান, ভিয়েতনাম,, থাই, শ্রীলংকা সহ বিভিন্ন দেশের পূন্যাথী বৌদ্ধদের সমাগমে এক অভুতপূব্য মিলন মেলায় পরিণত হয়।

উদ্ধোধনী সংগীতে রিমা মুৎসুদ্দী , তবলায় ছিলেন শাপলু বড়ুয়া। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সবুজ বড়ুয়া।

dsc_0745 dsc_0747 dsc_0748

সম্মন্ধে SNEHASHIS Priya Barua

এটা ও দেখতে পারেন

পূজনিয় শরনংকর বনাম ডঃ হাছান মাহমুদ বা এরশাদ শিরোনামটা শতভাগ সঠিক নয়

(লেখাটি যে কোন কেউ ছাপাতে পারেন আমার অনুমতির প্রয়োজন নাই) পূজনিয় শরনংকর বনাম ডঃ হাছান …

Leave a Reply

Translate »