ব্রেকিং নিউজ

ঢাকা সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

14992062_1813365778946040_4930901336535438775_n

ঢাকা সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

কঠিন চীবর দানোৎসবে স্পিকার : পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি গণতন্ত্রকে সুসংহত করে

পরমসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধন গণতন্ত্রকে সুসংহত করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী।

গতকাল শনিবার সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধবিহারে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত শুভ কঠিন চীবর দানোৎসব উপলক্ষ্যে অয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকার নবাব পরিবারের সদস্য খাজা আলী আকসান আকসারী, ক্যামব্রিয়ানের চেয়ারম্যান লায়ন এম কে বাসার, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রণব কুমার বড়–য়া, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার বিপ্লব বড়–য়া এবং প্রমথ বড়–য়া বক্তৃতা করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সব ধর্মই মানবতাবোধ ও মূল্যবোধের চর্চাকে প্রাধান্য দেয়। সুকুমার বৃত্তির চর্চা ও মানবিক মূল্যবোধের বিকাশ শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের মূল হাতিয়ার। বৌদ্ধ ধর্মাবলম্বীরাও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।

14915497_1813365852279366_6642032343416451432_n

সম্মন্ধে SNEHASHIS Priya Barua

এটা ও দেখতে পারেন

বাংলাদেশের ২য় বৃহত্তম দণ্ডায়মান বুদ্ধপ্রতিবিম্বের বুদ্ধাভিষেক ও একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান…ত্রিরত্ন সংঘ।।

গত ২৮শে ফেব্রুয়ারি ২০২০ সাল রোজ শুক্রবার শুভ দিনে ভারত – বাংলা উপমহাদেশের সর্বজন নন্দিত …

Leave a Reply

Translate »