ভিক্ষুণী-বিভঙ্গ বাংলা মোবাইল এন্ড্রয়েড এ্যপসঃ স্নেহাশীষ প্রিয় বড়ুয়া
নির্বানকামী গ্রউপের পক্ষ থেকে এইমাত্র ত্রিপিটকের বিনয় পিটকের অন্তরগত ভিক্ষুণী-বিভঙ্গ বাংলা” বইটি মোবাইল এন্ড্রয়েড এ্যপস সংস্করনে গুগোল প্লেষ্টারে প্রকাশ করা হয়েছে । আগ্রহী পাঠকেরা ইচ্ছে হলেই যার যার ফোনে এই এ্যপসটি গুগোল প্লেষ্টারে Bhikkhuni Vibhanga লিখে সার্চ দিয়ে অথবা https://play.google.com/store/apps/details?id=com.BhikkhuniVibhanga.BhikkhuniVibhanga
এই লিঙ্ককে ক্লিক করে চোখের নিমিযে ইনষ্টল করে নিতে পারেন। উল্লেখ্য এর মধ্যে কারো কারো কাছে শুনেছি অনেকে ভাবছেন যেহেতু গুগল প্লেষ্টারে অতএব পয়সা দিয়ে কিনতে হবে না তা সঠিক নয় । আমাদের এপসটি সম্পুর্ন বিনামুল্যে এবং কারও কোন অসুবিধা হলে আমাকে ফোনঃ +১ (৫৬২) ৫৪৪-৪২২৯ অথবা ইমেইল করুন barua910@yahoo.com.