নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও দুদিনব্যাপী বৌদ্ধ সম্মেলন আজ থেকে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ৩ নভেম্বর বিকাল ৪টায় সারমেধ-পূর্ণাচার ও উ গুণমেজু-নাজির কৃষ্ণ চন্দ্র স্মৃতি স্বর্ণ পদক এবং ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী বৌদ্ধ ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক শামসুল আরেফিন, বিশেষ অতিথি থাকবেন সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ হরিশংকর জলদাশ ও বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মনোজ সেন গুপ্ত।
৪ নভেম্বর সকাল ৯ টায় অষ্টউপকরণসহ সংঘদান। বিকাল ২ টায় বৌদ্ধ সম্মেলন ও কঠিন চীবর দান সভা। সভায় সভাপতিত্ব করবেন সংঘরাজ ড. ধর্মসেন মহাথের। আশীর্বাদক থাকবেন উপ-সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের। প্রধান অতিথির থাকবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ইয়াসোঙ্গা গুনসেকারা ও চউকের চেয়ারম্যান আবদুচ ছালাম। উদ্বোধক থাকবেন বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়–য়া।