ব্রেকিং নিউজ

হারুয়ালছড়ি বৌদ্ধ জেতবন বিহারে কঠিন চীবর দানঃ শ্রীমৎ বিপুলানন্দ ভিক্ষু(ক্যালিফোর্নিয়া)

হারুয়ালছড়ি বৌদ্ধ জেতবন বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত লিখেছেন শ্রীমৎ বিপুলানন্দ ভিক্ষু(ক্যালিফোর্নিয়া)::

bp1 bp2  bp4  bp6  bp8bp5 bp9 bp11bp3bp7

চট্টলার ঐতিহ্যবাহী ভূজপুর থানার অন্তর্গত হারুয়ালছড়ি গ্রামে গত ২ নভেম্বর ২০১৬ ইং, রোজ বুধবার হারুয়ালছড়ি বৌদ্ধ জেতবন বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়। চীবর দান উপলক্ষে ১ম পর্ব সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সমাবেত বন্দনা, বুদ্ধ পূজা উৎসর্গ ও অষ্টপরিস্কার সহ মহাসংঘদান অনুষ্ঠিত। দুপুরে ২য় পর্বের শুরুতে মহাকারুনিক বুদ্ধের শ্রাবকসংঘের উজ্জল উত্তারাধিকারী পূজনীয় ভিক্ষুসংঘ ত্রিপিটক পাঠ করেন।এ দানময় দিনে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপ-সংঘরাজ অগ্গমহাসদ্ধম্ম জ্যোতিকাধ্বজ শাসন শোভন ভদন্ত ড.জ্ঞানশ্রী মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থাইল্যান্ডের Mr. Prasert Udhayachalerm (President of Suanyindee-Mukkanuka), আশীর্বাদক ছিলেন ভদন্ত আর্য্যশ্রী মহাস্থবির।প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ধর্মসারথী ভদন্ত শাসনানন্দ মহাস্থবির।বিশেষ সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত দীপানন্দ মহাস্থবির,ভদন্ত বুদ্ধপ্রিয় মহাস্থবির,ভদন্ত সত্যপাল স্থবির, ভদন্ত সুমনশ্রী স্থবির, প্রাজ্ঞ ভিক্ষুসংঘ ও দেশী-বিদেশী বরেণ্য বৌদ্ধ নেতৃবৃন্দ এবং বিমুগ্ধ আলোচকবৃন্দ। উক্ত দিনে বিশেষ সন্মাননা প্রাপ্তি সংবর্ধিত অতিথি ছিলেন সদ্ধর্মজ্যোতি ভদন্ত এস, এম সংঘরত্ন মহাস্থবির, ভদন্ত বিপুলসেন স্থবির,ভদন্ত বিপুলবংশ স্থবির। আরো সম্মাননা প্রদান করা হয় ভূজপুর বৌদ্ধ পরিষদ এর নব নির্বাচিত সভাপতি যুব সমাজের অহংকার, সংগঠক বাবু রনজিৎ বড়ুয়া, মহাসচিব সমাজ সেবক বাবু সজল বড়ুয়া, ও বৌদ্ধ সমাজের আলোকিত সমাজ ব্যাক্তিত্ব, হারুয়ালছড়ি’র জম্মজাত সু-সন্তান, সংগঠক,প্রয়াত লায়ন তুষার কান্তি বড়ুয়া ও মাতা মৌসুমী বড়ুয়া’র একমাত্র কন্যা এইচ এস সি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্রী মিথিলা বড়ুয়া তুসি কে সম্মননা প্রদান করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শুধুর থাইল্যান্ড থেকে আগত হারুয়ালছড়ি গ্রামের জম্মজাত সু-সন্তান ভদন্ত মহীপাল স্থবির। সন্ধ্যায় প্রদীপ পূজা,বিশ্ব-সুখশান্তি কামনায় ফানুস উত্তোলনের মধ্য দিয়ে দানোৎসবের পরিসমাপ্তি হয়। উল্লেখ্য: ১ নভেম্বর ২০১৬ইং দানশ্রেঠ কঠিন চীবর দান উপলক্ষে ফটিকছড়ির ভূজপুর থানাধীন বৌদ্ধ গ্রামের সম্মিলিত প্রয়াসে বৌদ্ধ কুলপুত্র প্রব্রজ্যা ধর্মে দীক্ষিত হয়।

সম্মন্ধে SNEHASHIS Priya Barua

এটা ও দেখতে পারেন

বাংলাদেশের ২য় বৃহত্তম দণ্ডায়মান বুদ্ধপ্রতিবিম্বের বুদ্ধাভিষেক ও একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান…ত্রিরত্ন সংঘ।।

গত ২৮শে ফেব্রুয়ারি ২০২০ সাল রোজ শুক্রবার শুভ দিনে ভারত – বাংলা উপমহাদেশের সর্বজন নন্দিত …

Leave a Reply

Translate »