ব্রেকিং নিউজ

সদ্ধর্ম বিদর্শন ভাবনা পরিবেণে মোড়ক উম্মোচন হতে যাচ্ছে কুটির নং 17 নামক গ্রন্থের

আগামী ০৪ নভেম্বর চন্দনাইশ উপজেলাধীন পূর্ব জোয়ারা সদ্ধর্ম বিদর্শন পরিবেণ এ দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হতে যাচ্ছে। কঠিন চীবর দানোৎসবে মোড়ক উম্মোচন হতে যাচ্ছে কুটির নং 17 নামক গ্রন্থের। বইটি রচনা করেছেন বিদর্শন আচার্য ভদন্ত জিনপাল থের। তিনি বেশ কয়বার মায়ানমার ভ্রমণ করেছেন তথা সেখানকার বিখ্যাত সামিয়াতা মেডিটেশন সেন্টার এবং পা-অক মেডিটেশন সেন্টার এ দীর্ঘদিন বিদর্শন অনুশীলন করেন।তিনি মায়ানমার থেকে ধ্যান শিক্ষা করে আসার পর বাংলাদেশে অসংখ্য বৌদ্ধকে ধ্যান শিক্ষা দিয়েছেন এবং তার শ্রুতিমধুর দেশনার কারনে ইতিমধ্যেই খ্যাতি লাভ করেছেন। পূজ্য জিনপাল থের মিয়ানমারের অনুভূতি, সেখানকার মানুষের জীবনচলা, মেডিটেশন সেন্টারের বর্ণনা, বিদর্শন অনুশীলন পদ্ধতির বর্ণনা ইত্যাদি বিষয় নিয়ে বইটি রচনা করেছেন।

বইটিতে ভূমিকা লিখেছেন আলোকিত মহাজীবন মোগোক স্যাদো, অভিধর্ম পিটকে কথাবত্থু প্রভৃতি গ্রন্থের অনুবাদক উজ্জ্বল বড়ুয়া বাসু। বইটির প্রচ্ছদ তৈরী করেছেন প্রাণ আর এফ এল গ্রুপের আর্ট ডিরেক্টর সুজন মুৎসুদ্দী। বইটি বিনামূল্যে বিতরণ করা হবে।

বইটি পেতে আগ্রহীরা সদ্ধর্ম বিদর্শন ভাবনা পরিবেন, কদলপুর ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্র, এবং উত্তরাস্থ বাংলাদেশ বৌদ্ধ মহাবিহারে যোগাযোগ করতে পারেন।005

সম্মন্ধে Uzzal Barua Basu

এটা ও দেখতে পারেন

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সহযোগিতায় আলোকিত বৌদ্ধ যুব সংঘ কর্তৃক ৪র্থবারের মতো ত্রান বিতরণ

আমাদের বৌদ্ধ সমাজের গর্ব,দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক  ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।ওনার …

Leave a Reply

Translate »