প্রেস বিজ্ঞপ্তি-পরহিতব্রত নিয়ে সদ্ধর্মের উন্নয়নে, নির্মাণে মানবতায়,দুর্যোগে-বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েত ১৯৯৬ সাল হতে প্রতিষ্টালগ্ন অধ্যবদি ৭২ (বাহাওর) লক্ষ টাকা অনুদান দিয়েছে।
ঐতিহ্যের ধারাবাহিকতায় বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েত গত ২৭/১০/২০১৬ রোজ বৃহস্পতিবার রাউজান উপজেলার পূর্ব আধার মানিক সার্বজনীন সদ্ধর্মরশ্মি বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দানোৎসবে ত্রি-চীবর দান সহ বিহার নির্মাণে ২ (দুই) লক্ষ টাকার চেক প্রদান করে। এই সময় বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েতের পক্ষে কঠিন চীবর দানোৎসবে শুভেচ্ছা বক্তব্য রাখেন – প্রাক্তন সাঃ সম্পাদক -উৎপল বড়ুয়া,সহ সাঃসম্পাদক রুবেল বড়ুয়া, সহ ধর্মীয় সম্পাদক উওম বড়ুয়া (২)।চেক হস্তান্তর সময়ে উপস্হিত ছিলেন -সদ্ধর্ম রশ্মি রতনশ্রী মহাথেরো সুমেধানন্দ মহাথেরো, তপন বড়ুয়া,প্রবীর বড়ুয়া,পুতুল বড়ুয়া ও কঠিন চীবর দানোৎসবে আগত প্রমুখ পূজনীয় ভিক্ষু সংঘ।পূর্ব আধার মানিক সদ্ধর্মরশ্মি বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বিনয়াচর থেরো বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমিতির সকল সদস্যদের নিরাপদ, সুখময় জীবন কামনা করেন।এই সময় বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েতের কর্মকর্তা দের বিহার কমিটির পক্ষে ক্রেস্ট প্রদান করেন ডনি বড়ুয়া।
নিবেদক – বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েত।