ফ্রান্সে লা বুজি শ্রীলঙ্কান বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান সম্পন্ন
শিল্প , সংস্কৃতি সভ্যতার প্রাণকেন্দ্র ফ্রান্সের প্যারিসের অদুরে লা বুজি শ্রীলঙ্কান ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট সেন্টারে দানোত্তম শুভ কঠিন চীবর দান যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাক জমকপূর্ণ পরিবেশে গত ৩০ অক্টোবর ২০১৬ রবিবার সারাদিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
সর্বজন শ্রদ্ধেয় শ্রীলকান বৌদ্ধ ভিক্ষু ভদন্ত চন্দ্ররাত্না থের মহোদয়ের আহবনে সাড়া দিয়ে প্রতিবারের মত এবারও ফ্রান্সে বসবাসরত বাংলাদেশ, লাউস, কম্ভোডিয়ান, ভিয়েতনাম,চীন, থাই, শ্রীলংকা সহ বিভিন্ন দেশের পূন্যাথী বৌদ্ধদের সমাগমে এক অভুতপূব্য মিলন মেলায় পরিণত হয়।