ব্রেকিং নিউজ

ইলা মুৎসুদ্দির লেখা সংগ্রহ মোবাইল এ্যপস এন্ড্রয়েড সংস্করনেঃ স্নেহাশীষ প্রিয় বড়ুয়া

2nd 3rd cover ist

 

ইলা মুৎসুদ্দির লেখা সংগ্রহ মোবাইল এ্যপস এন্ড্রয়েড সংস্করনে গুগোল প্লেষ্টারেঃ স্নেহাশীষ প্রিয় বড়ুয়া

নির্বানকামী  গ্রউপের পক্ষ থেকে এইমাত্র ইলা মুৎসুদ্দির লেখা সংগ্রহ মোবাইল এ্যপস সংস্করনে গুগোল প্লেষ্টারে প্রকাশ করা হয়েছে তাতে রয়েছে ইলা মুৎসুদ্দির সাম্প্রতিক কালের প্রায় ৫০টি লেখা।আগ্রহী পাঠকেরা ইচ্ছে হলেই যার যার ফোনে এই এ্যপসটি গুগোল প্লেষ্টারে elabook1 লিখে সার্চ দিয়ে চোখের নিমিযে ইনষ্টল করে নিতে পারেন এতে কিছু বিশেষ সুবিধা রয়েছে যেমন একবার ইনষ্টল করে নিলে ইলা মুৎসুদ্দির পরবর্তী লেখাগুল ও অটোমেটিকে চলে আসবে আপনার মোবাইলে যা ট্রাডিশনাল মোবাইল এ্যপস এ সচরাচর থাকে না এবং বর্তমানে এই এ্যপসটি আপনাকে প্রতিটি লেখার শিরোনাম বাংলায় পড়ে শোনাবে এবং সহসা পূরো বইটি। জুম ফিচার ও আছে ।  আর ও কি যোগ করা যায় জানতে চাই আপনাদের কাছে।

সম্মন্ধে SNEHASHIS Priya Barua

এটা ও দেখতে পারেন

পূজনিয় শরনংকর বনাম ডঃ হাছান মাহমুদ বা এরশাদ শিরোনামটা শতভাগ সঠিক নয়

(লেখাটি যে কোন কেউ ছাপাতে পারেন আমার অনুমতির প্রয়োজন নাই) পূজনিয় শরনংকর বনাম ডঃ হাছান …

Leave a Reply

Translate »