বুদ্ধের শিক্ষাকে ছড়িতে দিতে যারা লেখা লিখি করছেন নিসন্দেহে এটা একটা বড় দান। আমার লেখা, পোষ্টার অনেক কিছুই অনেকে নিজের নামে লিখেছেন আমার তাতে কোন অসুবিধা নেই কারন আমার অনেক লেখায় আমি নিজেই তা অনুমতি দিয়ে রাখি কিন্তু প্রশ্ন হলো যে লেখকরা তাদের অনুমতি উল্লেখ করেন না তাদের লেখা কপি করে নিজের নামে কোথাও পোষ্ট করলে তা যা হয় তা হচ্ছে চুরি – চুরি কি পুন্য কর্ম নিশ্চই নয় তবে আমরা কেন তা করে থাকি??? তদুপরি তা কিন্তু পাঠকরা ও বেশ বুজতে পারে যে লেখাটি আপনি চুরি করেছেন অতএব সর্বকলায় ক্ষতি।