হয়ে গেলো উখিয়া শীলের ছড়া বিনয়চার্য্যা সত্যপ্রিয় বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান। এ মহতি দান অনুষ্ঠানে অষ্ঠপরিষ্কার, বুদ্ধ মূর্তি ও সংঘ দান করেছেন কুয়েত প্রবাসী বাবু জিনু রত্ন বড়ুয়া উনার মা/বাবার সুখ নিরোগ দীর্ঘয়ু কামনা এবং পরলোক গত জ্ঞাতির উদ্দেশ্যে।