নন্দবংশ আন্তর্জাতিক বিদর্শন ভাবনা শুরু আগামী ১৭ ই ডিসেম্বর
===================================
আগামী ১৭ ডিসেম্বর ২০১৬ ইং, শনিবার বাঙ্গালহালিয়া নন্দবংশ আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রে ৯ম বারের মত বিদর্শন ভাবনা কোর্স শুরু হতে যাচ্ছে। ২৭ ডিসেম্বর রোজ মঙ্গলবার ভাবনা সমাপনি হবে। উক্ত ভাবনা কেন্দ্রে নির্বাণকামী সকল ভিক্ষু সংঘ, উপাসক – উপাসিকা ভাবনা কোর্সে অংশগ্রহণ করে নির্বাণের বীজ বপন করুন।
ফিঃ জন প্রতি ৫০০ টাকা।
যোগাযোগ:
ভদন্ত নন্দবংশ থেরো: ০১৮৩৫১০১৫২৮
ভদন্ত করুণাবংশ থেরো :০১৮১৮৩৩৯৯৭২
স্থান: বাঙ্গালহালিয়া নন্দবংশ আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র,
বাঙ্গালহালিয়া খ্যাংদংপাড়া, রাজস্থলী, রাঙ্গামাটি পার্বত্য জেলা, চট্টগ্রাম।
বিঃ দ্রঃ ধ্যানীরা অবশ্যই নিজ নিজ বিছানা সাথে আনবেন।