বৌদ্ধ ধর্ম প্রচার করতে রোবট বানিয়ে ফেলল চীন
বেজিং এর উপকন্ঠে একটি বৌদ্ধ মন্দিরে এমনই এক রোবট সন্ন্যাসীর দেখা মিলবে, যে মানুষকে ধর্মের নানা মৌলিক মতবাদ ব্যাখ্যা করবে। লংকুয়ান মন্দিরের এই রোবট সন্ন্যাসী সম্পূর্ণ ভাবে আধুনিক প্রযুক্তিতে তৈরি। নানা সমস্যার সমাধান পেতে এখন সবাই জিয়ানার শরণাপন্ন হয়েছেন। জটিল সমস্যার সরল সমাধান মুহূর্তের মধ্যেই বাতলে দিতে পারে এই মানব যন্ত্রটি। এক নজরে দেখে নিন কী ভাবে সব সমস্যার সমাধান করছে সে।