ব্রেকিং নিউজ

পুণ্যকর্ম করছি অথচ জানি না সেটা কেমন কথা? ইলা মুৎসুদ্দী

fb_img_1473717532194

আমরা প্রতিদিন পুণ্যকর্ম করে যাচ্ছি কিন্তু আমরা এর বিন্দুমাত্র জানি না। জানি না কারণ আমরা কোনদিন শুনিনি এটা একটা পুণ্যকর্ম। কোনটা? একবার পূজনীয় প্রজ্ঞাবংশ মহাথেরো দেশনা কালে বলেছিলেন, আমরা যারা সংসারে আছি তারা প্রতিদিন পুণ্যকর্ম করছি। কিন্তু আমরা জানি না কিভাবে করছি। আপনারা ভাবছেন হযতো প্রতিদিন বন্দনা করছি, ছোয়াইং দান করছি, ভাবনা করছি পুণ্য তো হচ্ছেই। বিষয়টি কিন্তু তা না। একজন গৃহকর্তা বা ঘরের যে কোন সদস্য যখন সংসারের প্রয়োজনে সকালবেলা কাজে বের হয়ে যান, ফিরেন বিকালে বা রাতে। একইভাবে গৃহকত্রী ঘরের সব কাজ সামাল দেন, সকলের সুখ দুঃখের খবরাখবর নেন, বাচ্চাদের টিফিন রেডি করে দেন, স্বামীর খাবার সহ সংসারের সকল কিছুই করে যান সকাল থেকে রাত অবধি —- আমরা সেই কাজটাকে কখনো পুণ্যকর্ম বলে জানতাম না। ভান্তে বলেছেন, এটা একটা পুণ্যকর্ম। কারণ একটি সংসারকে টিকিয়ে রাখার জন্য পরিশ্রম করা হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত। সংসারের সবাইকে ভালোমন্দ খাবার তুলে দিচ্ছে, যার যতটুকু সাধ্য কাপড়চোপড় দিচ্ছে, পড়ালেখার খরচ যোগান দিচ্ছে পাশাপাশি আরো নানাবিধ সাংসারিক দায়িত্ব পালন করছে। তাই এটা একটা বড় পুণ্যকর্ম। আমরা জানি না বলেই মনে করি দিনরাত সংসারের ঘানি টানছি, বিহারে যাই না, কোন রকম পুন্যকর্ম করার সুযোগ নাই। তাই যারা একেবারেই বিহারে যেতে পারেন না বা অন্য কোন পুণ্যকর্ম করার সুযোগ পান না, তাদের মন খারাপ করার কিছুই নেই। কারণ আপনিও পুণ্যকর্ম করছেন প্রতিদিন।

সম্মন্ধে vuato2

এটা ও দেখতে পারেন

মেডিটেশান এবং আপনার ব্রেইন

Leave a Reply

Translate »