গত ২৪ অক্টোবর, ২০১৬ খ্রিঃ প্রতি বছরের ধারাবাহিকতায় চতুর্থ বারের মতো দানশ্রেষ্ঠ, দানরাজা, দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব-২০১৬ ইংরেজি অনুষ্ঠিত হয়।
এই মহতী দানানুষ্ঠানে সংঘপ্রধানের আসন গ্রহণ করেন মহামান্য উপ-সংঘরাজ, মহামুণি মহানন্দ সংঘরাজ বিহারের সুযোগ্য অধ্যক্ষ , শাসনস্তম্ভ ভদন্ত ধর্মপ্রিয় মহাথের মহোদয়, উদ্বোধক হিসেবে দানানুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন আজীবন অধ্যক্ষ আবুরখীল তালুকদার পাড়া সংঘরাজ বিহার, সদ্ধর্ম বারিধি, ত্রিপিটক বিশারদ ভদন্ত প্রিয়দর্শী মহাথের মহোদয়। প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন বিনাজুরি মিলনারাম বিহারের অধ্যক্ষ বিনয়ধর ভদন্ত বিনয়পাল মহাথের মহোদয়। বিশেষ জ্ঞাতী হিসেবে উপস্থিত ছিলেন বিদর্শন সাধক ভদন্ত শাসনপ্রিয় মহাথের ও সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের নবনির্বাচিত মহাসচিব ভদন্ত বিপুলসেন থের মহোদয় এবং প্রধান ধর্মালোচকের আসন অলংকৃত করেন ঐতিহ্যবাহী পূণ্যতীর্থ চাদগাঁও সার্বজনীন শাক্যমুণি বিহারের সুযোগ্য বিহারাধিপতি, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সম্মানিত মহাসচিব সদ্ধর্মকোবিদ ধর্মদূত এস. লোকজিৎ থেরো মহোদয়।
উক্ত দানানুষ্ঠানে মঙ্গলাচরণ করেন শ্রীমৎ জিনলোক শ্রামন। স্বাগত বক্তব্য প্রদান করেন উদীয়মান সমাজকর্মী বাবু সেতু বিকাশ বড়ুয়া। বিহার কমটির সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক বাবু নীহার কান্তি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাঙ্গুনীয়া নিবাসী বাবু নীহার কান্তি বড়ুয়া ও ফটিকছড়ি নিবাসী বাবু ধর্মপাল বড়ুয়া। দানোত্তম কঠিন চীবর দানানুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উদীয়মান সমাজকর্মী বাবু রূপক বড়ুয়া।।