চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ২৭ অক্টোবর
চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধ বিহারে ২৭ অক্টোবর ২৮তম শুভ দানোত্তম কঠিন চীবর দান সভা নগরীর জে.এম.সেন হল প্রাঙ্গণে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।
কুমিল্লা কনকস্তপ বৌদ্ধ বিহারাধ্যক্ষ অধ্যাপক পন্ডিত শ্রীমৎ ধর্মরক্ষিত মহাথের’র (স্বর্ণপদক প্রাপ্ত ) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।
সকাল ৯ টায় অনুষ্ঠানে প্রথম পর্ব মহাসংঘদান ও সদ্ধর্মসভা। সভায় সভাপতিত্ব করবেন নিজামপুর বৌদ্ধ ভিক্ষু সমিতির সভাপতি প্রিয়ানন্দ মহাথের।
এ পর্ব উদ্বোধন করবেন চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধ বিহারের পরিচালক প্রজ্ঞাপাল মহাথের এবং স্বাগত বক্তব্য ও পঞ্চশীল প্রার্থনা রাখবেন সুকান্ত বড়-য়া।
বিকাল ২টায় দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে কুমিল্লা কনকস্তপ বৌদ্ধ বিহারাধ্যক্ষ অধ্যাপক পন্ডিত ধর্মরক্ষিত মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।
ধর্মসভায় উদ্বোধনী ভাষণ দেবেন সভাপতি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা সংঘবন্ধু অজিতানন্দ মহাথের।
এতে বিশেষ অতিথি হিসেবে উপসি’ত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু।
প্রধান ধর্মদেশক থাকবেন মহাসচিব, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা সদ্ধর্ম কোবিদ ধর্মদুত এস. লোকজিৎ থের। বিশেষ ধর্মদেশক থাকবেন পুরাকীর্তি সচিব, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা ভদন্ত শাসনবংশ মহাথের ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রফেসর অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথের।
স্বাগত ভাষণ প্রদান করবেন অ্যাডভোকেট সুজন কুমার বড়ুয়া।
পঞ্চশীল প্রার্থনা করবেন ধর্মপাল বড়-য়া ও অনুষ্ঠান সঞ্চালন করবেন অধ্যাপক অর্থদর্শী বড়-য়া।
পরে প্রকাশনা সম্পাদক লোটন বড়-য়া ও প্রচার সম্পাদক ইন্দ্রজ্যেতি বড়ুয়ার ও দোলন বড়-য়া নেতৃত্বে ফানুস উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।