বাংলাদেশ বৌদ্ধ পরিষদ ওমানের উদ্যাগে শুভ কঠিন চীবর দানোৎসব।
=====================================
সংবাদ-উজ্জ্বল বড়ুয়া ওমান হতে।
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ধর্মীয় ভাবগম্ভির্যতায় মধ্য দিয়ে গত ২১শে অক্টোম্বর ২০১৬ রোজ শুক্রুরার বাংলাদেশ বৌদ্ধ পরিষদ ওমান আয়োজিত দান শ্রেষ্ট শুভ কঠিন চীবর দান উদযাপিত হয়।এই দানোৎসবে থ্যাইল্যান্ড ও বাংলাদেশ হতে আগত পন্ডিত ভিক্ষু সংঘ উপস্হিত ছিলেন।
শত কর্ম ব্যস্ততার মাঝে ও প্রায়ই হাজার প্রবাসীদের অংশগ্রহন এই দানোৎসব অনুষ্টান প্রবাসের মাটিতে যেনো এক খন্ড বাংলাদেশের রুপ ধারণ করে।সদ্ধর্মের প্রতি চেতনা,শ্রদ্ধায় ভালবাসার এক মহামিলনের পরিণত হয়।উপস্হিত সকলের প্রতি বাংলাদেশ বৌদ্ধ পরিষদ ওমান কৃজ্ঞতা প্রকাশ করে আগামীতে সবার সহযোহিতা কামনা করে।
বড় আনন্দিত হলাম 🙂