“ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল,
গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।”
সকল বাংলাদেশীর কাছে “হৃদয়ে বাংলাদেশ” যেমন ঠাই করে নিয়েছে তেমনি ঠাই করে নিয়েছে দেশে বিদেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে “বাংলাদেশী বৌদ্ধ সমিতি, কুয়েত। আজ অত্র সমিতি মানব সেবায়, বৌদ্ধ বিহারের উন্নয়নে, নির্মাণে, ক্ষতি গ্রস্থদের সাহায্যার্থে এবং নব সৃষ্টির অভিপ্রায়ে সদ্ধর্মের অগ্রগতিতে সদা জাগ্রত। যার ফলশ্রুতিতে দিন দিন বাড়ছে নতুন সদস্য সংখ্যা।
বাংলাদেশী বৌদ্ধ সমিতি, কুয়েত কর্মে বিশ্বাসী। আর এই কর্মে অনুপ্রাণিত হয়ে আগামী দিনেও সকলের দানময় চিত্ত প্রসারিত হবে এবং নতুন সদস্যের পদচারণায় মুখরিত হবে বাংলাদেশী বৌদ্ধ সমিতি, কুয়েত এর প্রাঙ্গন। যারা ইতিমধ্যে বাংলাদেশী বৌদ্ধ সমিতি কুয়েতের কর্মকান্ডে অনুপ্রেরিত হয়ে সদস্য পদ গ্রহন করেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, সুস্বাগতম এবং মৈত্রীময় শুভেচ্ছা।
নিবেদক – বাংলাদেশী বৌদ্ধ সমিতি, কুয়েত।