সহজ কথায় বলতে গেলে, বুদ্ধের মূল শিক্ষা ও উপদেশ হচ্ছে লোভ, হিংসা ও অবিদ্যা—এই তিনটি বন্ধন হতে মুক্ত হওয়া। এটাই হচ্ছে বৌদ্ধধর্মের মূল।
লোভ, হিংসা ও অবিদ্যা ত্যাগ করতে পারলেই নির্বাণ লাভ হয়। চিত্ত থেকে ভোগের বাসনা, ভোগের ইচ্ছাসমূহ ছেদন করতে পারলে চিরসুখ নির্বাণ লাভ হয়।