অসুস্থ তরিতকে পূর্বরত্না বৌদ্ধ যুব ঐক্য পরিষদের অর্থ সহায়তা
সংবাদ বিজ্ঞপ্তি:
২১ অক্টোবর ২০১৬ (শুক্রবা্র) সকাল ১১টায় উখিয়া উপজেলার রত্নাপালং গ্রামের উপাসক অসুস্থ তরিত বড়ুয়াকে চিকিৎসার জন্য পূর্বরত্না বৌদ্ধ যুব ঐক্য পরিষদের প্রবাসী সদস্যদের প্রদানকৃত অর্থ সহায়তা হস্তান্তর করেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন পূর্বরত্না আনন্দ বিহার অধ্যক্ষ জ্যোতি লায়ন থের, পূর্বরত্না বৌদ্ধ যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, যুগ্ন সম্পাদক নুকুল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক পিকু বড়ুয়া, কার্যকরী সদস্য জুবেল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন বড়ুয়া (চুরিয়া) প্রতিষ্ঠাতা সদস্য মিটু বড়ুয়া, সদস্য যথাক্রমে লিটন বড়ুয়া, আদর্শ বড়ুয়া, রকি, রুবেল, মিশু।
অর্থদান কালে পরলোকগত জ্ঞাতী ও সকল প্রানীর সুখ কামনা করে পুন্যদান করা হয়।