রাজীব বড়ুয়া,র মৃত দেহ আজ বাড়ীতে আসলো
====================================
গত ৪ অক্টোবর বড় অসময়ে চলে যাওয়া আমেরিকা প্রবাসী মৃত রাজীব বড়ুয়ার মৃত দেহ আজ২০/১০/২০১৬ সকাল ৭ টার সময়ে নিজ বাড়িতে আনা হয়েছে।
আজ দুপুরে তার মৃত দেহের শেষ সমাদি করা হবে।রাজীব বড়ুয়া
অকাল মৃত্যুতে
আমারা গভীর ভাবে শোকাহত।
মৃত রাজীব বড়ুয়ার বাড়ি কক্সবাজার জেলা টেকনাফ থানা হোয়াইক্যং গ্রামে বড়ুয়া পাড়া।