ফ্রান্সে বিভিন্ন বৌদ্ধ বিহারের দানোত্তম
শুভ কঠিন চীবর দানোৎসবের তালিকা
শিল্প সংস্কৃতি, সভ্যতার প্রাণ কেন্দ্র ফ্রান্সে বিপুল উৎসাহ উদ্দীপনার ও ধর্মীয় ভাব গাম্ভীর্য্যে মধ্য দিয়ে ফ্রান্সের বিভিন্ন বৌদ্ধ বিহারের দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদ্যাপিত হবে। বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য দান সভায় প্রাজ্ঞ ভিক্ষু সংঘের ধর্মালোচনায় ,দান, শীল, ভাবনার পাশাপাশি বাংলাদেশসহ বিভিন্ন দেশের বৌদ্ধ বিহারগুলোতে বিভিন্ন কর্মসূচি পালন করবে বিশ্ব বৌদ্ধ সম্প্রদায়। বিহারের ধর্মীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবে বলে আশা করা হচ্ছে বরাবরের মত বিপুল সংখ্যক পূন্যাথী। আর তাতে বৌদ্ধ বিহারগুলো রূপ নেবে, বৌদ্ধ সম্প্রদায়ের মহা মিলন মেলায়।
২২ অক্টোবর শনিবার : বাংলাদেশ সার্বজনীন বৌদ্ধ বিহার , অভারভিলিয়ে ফ্রান্স।
২৩ অক্টোবর রবিবার : ধম্ম চাক্কা শ্রীলংকান বৌদ্ধ বিহার, লা কুরনভ , ফ্রান্স।
২৩ অক্টোবর রবিবার : থাই বৌদ্ধ বিহার মউয়াজী কারামেল, ফ্রান্স।
৩০ অক্টোবর রবিবার :ইন্টারন্যাশনাল শ্রীলংকান বৌদ্ধ বিহার , লা ভুজি , ফ্রান্স।
০৬ নভেম্বর রবিবার : বাংলাদেশ কুশলায়ন বুড্ডিষ্ট মেডিটেশান সেন্টার,সেইন্ট ডেনিশ ফ্রান্স।
১৩ নভেম্বর রবিবার : বাংলাদেশ বুদ্ধগয়া প্রজ্ঞা বিহার ধ্যাণকেন্দ্র, স্তা , ফ্রান্স।
আসুন দান চেতনায় বৌদ্ধিক ধ্যান ধারনায় এক দিনের জন্য হলেও মিলি এ প্রাণের উৎসবে।