ভারতের মধ্যপ্রদেশের সালেম খান গত তিরিশ বছর ধরে সাপ ধরে যাচ্ছেন। প্রতি মাসে এসব সাপ তিনি জঙ্গলে নিয়ে ছেড়ে দেন। সম্প্রতি তিনি মধ্যপ্রদেশের পাঁচমাধি জঙ্গলে গিয়ে এক বস্তা সাপ ছেড়েছেন। এর মধ্যে নানা ধরণের বিষধর সাপও ছিল। এই ভিডিওতে দেখুন কিভাবে তার বস্তা থেকে এসব সাপ তিনি জঙ্গলে নিয়ে ছেড়ে দিচ্ছেন। সালেম খান মনে করেন, সাপ মানুষের শত্রু নয়, বরং ইঁদুর মেরে তারা কৃষকের উপকার করে:
![](http://news.nirbankami.com/wp-content/uploads/2016/10/mama-561x330.png)