রাউজান খামার বাড়ী সর্বজনীন ধর্মদূত বিহারের অাজ উদযাপিত হয়েছে দানশ্রেষ্ট শুভ দানোত্তম কঠিন চীবর দান । সভাপতির অাসন অলংকৃত করেন সধর্মরত্ন শ্রীমৎ জ্ঞানানন্দ মহাথের, প্রধান অতিথি ছিলেন রাজগুরু অভয়ানন্দ মহাথের,বিশেষ অতিথি ছিলেন শ্রীমৎ পূর্ণানন্দ মহাথের,শ্রীমৎ দেবশ্রী মহাথের,শ্রীমৎ তহন্কর থের। অারও উপস্থিত ছিলেন প্রাজ্ঞ পন্ডিত অনুত্তোর ভিক্ষু সংঘ। অনুষ্ঠান সঞ্চালনায় শ্রীমৎ দেবমিত্র থের।
এটা ও দেখতে পারেন
বাংলাদেশের ২য় বৃহত্তম দণ্ডায়মান বুদ্ধপ্রতিবিম্বের বুদ্ধাভিষেক ও একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান…ত্রিরত্ন সংঘ।।
গত ২৮শে ফেব্রুয়ারি ২০২০ সাল রোজ শুক্রবার শুভ দিনে ভারত – বাংলা উপমহাদেশের সর্বজন নন্দিত …