যমদূত তোমাকে ঘিরিয়া বসিয়াছে। তোমার সাথী, সঙ্গী আত্মীয়- স্বজন সবাইকে নিয়া যাইতেছে। তবুও তুমি কসাইয়ের গরু মহিষের ন্যায় অঘোর নিদ্রা যাইতেছ। পঞ্চ কামভোগে বিভোর হইতেছ। অপরদিকে সামান্য গরম জলের স্পর্শেও ব্যাথা পাও। এমনই দুলাল তুমি। অথচ যাবতীয় নারকীয় কর্মসম্পাদন করিয়া নিজেকে অমর ভাবিয়া আরামে বসিয়া আছ। তোমার কি মুক্তির আশা নাই? পাপী কোনদিন মুক্তি পায় না। তুমি মনুষ্য জন্মরুপী নৌকা লাভ করিয়াছ। ইহা দ্বারা দুঃখের মহানদী উত্তীর্ণ হইয়া যাও। এখন নিদ্রার সময় নহে। এই মানবরুপী তরণী পুনরায় লাভ বড় কঠিন।।
