সিগালোবাদ সূত্রের মাধ্যমে বুদ্ধ গৃহীদের কিভাবে শিক্ষা দিয়েছেন? (শেষ পর্ব)
ইলা মুৎসুদ্দী
শৃগালক সূত্রের মূল প্রতিপাদ্য বিষয় বুদ্ধ শৃগালক গৃহপতিপুত্রকে বললেন, হে গৃহপতিপুত্র!
গৃহী কর্তব্যের ছয় দিক :
১. মাতা-পিতা : পূর্বদিক,
২. আচার্য বা শিক্ষক : দক্ষিণ দিক,
৩. স্ত্রী-পুত্র : পশ্চিম দিক,
৪. বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজন : উত্তর দিক,
৫. চাকর-চাকরাণী : অধোদিক,
৬. শ্রমণ-ব্রাহ্মণ : ঊর্ধদিক।
ধার্মিক গৃহীর মাতা-পিতারূপ পূর্বদিক রক্ষা পুত্র-কণ্যার কর্তব্য পাঁচ প্রকার কর্তব্য সম্পাদনের মাধ্যমে পুত্র কর্তৃক মাতা-পিতারূপ পূর্বদিক রক্ষা করা যায়।
১.মাতা-পিতার ভরণ-পোষণ নির্বাহ করতে হয়,
২. নিজের কাজ ফেলে রেখে তাঁদের কাজ করে দিতে হয়,
৩. বংশ মর্যাদা বজায় রাখতে হয়,
৪. তাঁদের পরামর্শ মেনে চলে বিষয়-সম্পত্তির উত্তরাধিকার হতে হয় ও
৫. পরলোকগত মাতা-পিতার পারলৌকিক সদগতি কামনায় পুণ্য কাজ করতে হয়।
পুত্র-কণ্যার প্রতি মা-বাবার পাঁচ প্রকার অনুকম্পা :
১. পুত্র-কণ্যাকে পাপকাজ হতে বিরত রাখেন,
২. ভালো কাজে উৎসাহ দেন,
৩. উপযুক্ত বয়সে উপযুক্ত শিক্ষা দেন,
৪. যথাসময়ে আবাহ-বিবাহ বন্ধনে আবদ্ধ করান ও
৫. যথাযথ বয়সে বিষয়-সম্পত্তির উত্তরাধিকার দিয়ে দেন।
আচার্য বা শিক্ষকরূপ দক্ষিণদিক রক্ষা আচার্য বা শিক্ষকের প্রতি শিক্ষার্থীর কর্তব্য :
১.শিক্ষকের সম্মুখে ভদ্রতার সহিত বসতে হয় এবং ভদ্রতার সহিত উঠতে হয়,
২. শিক্ষকের সেবা-যত্ন করতে হয়,
৩. শিক্ষকের আদেশ পালন করতে হয়,
৪. মনযোগ সহকারে আচার্যের উপদেশ শ্রবণ করতে হয় ও
৫. মনযোগ সহকারে বিদ্যাভ্যাস করতে হয়।
শিক্ষার্থীর প্রতি আচার্য বা শিক্ষকের পাঁচ প্রকার অনুকম্পা :
১. শিক্ষার্থীকে সুবিনীত করেন,
২. উত্তমরূপে শিক্ষা দেন,
৩. উপযুক্ত সকল বিদ্যা শিক্ষা দেন,
৪. কোন ধরনের লোকের সাথে বন্ধুত্ব করবে তার নির্দেশ দেন ও
৫. আপদ-বিপদসহ শিক্ষার্থীকে সর্ব দিকে রক্ষা করেন।
স্ত্রী-পুত্ররূপ পশ্চিম দিক রক্ষা স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য :
১. স্ত্রীর সম্মান স্ত্রীকে প্রদান করতে হয়,
২. স্ত্রীর প্রতি অবজ্ঞা সূচক ব্যবহার করা হতে বিরত থাকতে হয়,
৩. পরস্ত্রীর প্রতি অনুরক্ত না হয়ে স্বীয় স্ত্রীর প্রতি অনুরক্ত থাকতে হয়,
৪. স্ত্রীকে স্বীয় সম্পদের উপর কর্তৃত্ব দিতে হয় ও
৫. স্ত্রীকে যথাশক্তি বসন-ভূষণ দিতে হয়।
স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য :
১. গৃহকর্ম সুচারুরূপে সম্পাদন করতে হয়,
২. পরিজন বর্গকে উত্তমরূপে প্রতিপালন করতে হয়,
৩. পর পুরুষের প্রতি আসক্ত না হয়ে স্বীয় স্বামীর প্রতি আসক্ত থাকতে হয়,
৪. স্বামীর ধন-সম্পদ যাতে অপচয় না হয় সে বিষয়ে সজাগ থাকতে হয় ও
৫. সকল কর্মে দক্ষ ও আলস্যহীন হতে হয়।
বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনরূপ উত্তর দিক রক্ষা, বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনের প্রতি কর্তব্য :
১. কুলপুত্রগণ আপদ বিপদে বন্ধু- বান্ধব ও আত্মীয়-স্বজনকে যথাশক্তি সাহার্য্য করেন,
২. তাঁদের প্রতি সদা প্রিয়ভাষণ করেন,
৩. ভালো কর্মানুষ্ঠানে তাদেরকে কাছে রাখেন,
৪. তাঁদের প্রতি প্রগাঢ় সহানুভূতিশীল থাকেন ও
৫. তাঁদের প্রতি সদা সরলতাপূর্ণ আচরণ ও উদার মনোভাব পোষণ করেন।
কুলপুত্রের প্রতি বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনের কর্তব্য:
১. কুলপুত্র ভূল পথে পরিচালিত হলে বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজন তাকে সৎ পথে আনার প্রচেষ্ঠা করেন,
২. তাঁর বিষয় সম্পদ রক্ষা করেন,
৩. ভয়ার্ত হলে তাঁকে আশ্রয় দেন,
৪. বিপদের সময় তাঁকে ত্যাগ করেন না ও
৫. তাঁর পরিবারের অপরাপর সকলেরও সম্মান
রক্ষা করেন।
অধোদিক রক্ষা ভৃত্যের প্রতি গৃহকর্তার কর্তব্য:
১. গৃহকর্তাকে ভৃত্যের শক্তি অনুসারে কাজের দায়িত্ব দিতে হয়,
২. ভৃত্যের উপযুক্ত মজুরী দিতে হয়,
৩. অসুস্থতায় সেবা করতে হয়,
৪. উৎকৃষ্ট খাবারের অংশ দিতে হয় ও
৫. কাজের মাঝে মাঝে ছুটির ব্যবস্থা করতে হয়।
গৃহকর্তার প্রতি ভৃত্যের কর্তব্য :
১. গৃহকর্তার আগে ঘুম হতে জাগতে হবে,
২. গৃহকর্তার পরে ঘুমাতে হবে,
৩. চৌর্য্যবৃত্ত পরিহার করতে হয়,
৪. মনোযোগী হয়ে উত্তমরূপে কাজ করতে হয় ও
৫. সকলের কাছে গৃহকর্তার কীর্তি ও প্রশংসা করতে হয়।
সূত্র- ভিক্ষু শীলভদ্র রচিত দীর্ঘ নিকায় ৩য় খন্ড