ব্রেকিং নিউজ

কন্থক বুড্ডিস্ট ইউনিটি এর বৌদ্ধ ধর্মীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা সুসম্পন্ন ** প্রিয়াল বড়ুয়া

kt6kt2 kt4kt5

 

 

 

 

 

 

গত ৩০শে সেপ্টেম্বর চট্রগ্রাম মহানগরের সুপরিচিত সামাজিক ও প্রগতিশীল বৌদ্ধ ধর্মীয় সংগঠন কন্থক বুড্ডিস্ট ইউনিটির উদ্দেগ্যে চট্রগ্রাম বৌদ্ধ বিহার সংলগ্ন ডি.বি ইনিস্টিটিউট স্কুল প্রঙ্গনে চট্রগ্রাম বৌদ্ধ পরিবারের প্রায় ছিয়াশি জন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্টিত হয় বৌদ্ধ ধর্মীয় সাধারণ ঞ্জান প্রতিযোগিতা ।

উল্লেখ্য এই যে, কন্থক বুড্ডিস্ট ইউনিটি এর ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে সারা বর্ষাবাসব্যাপী বিবিধ কার্যক্রম হাতে নেওয়া হয়।

*হাজার প্রদ্বীপ প্রজ্বলন
*সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ
*বৌদ্ধ ধর্মীয় সাধারণ ঞ্জান প্রতিযোগিতা

৩য় বর্ষে পদার্পণ এবং প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে গ্রহণকৃত সকল কার্যক্রম সফলভাবে সুসম্পন্ন। আমরা কন্থক পরিবারবর্গ সকলের নিকট আর্শিবাদপ্রার্থী, যেন সমাজ এবং সদ্ধর্মের সেবাই নিজেদের নিরলস এবং নিঃস্বার্থভাবে বুদ্ধের নির্দেশিত পথে পরিচালনা করতে পারি।

সম্মন্ধে vuato2

এটা ও দেখতে পারেন

বাংলাদেশের ২য় বৃহত্তম দণ্ডায়মান বুদ্ধপ্রতিবিম্বের বুদ্ধাভিষেক ও একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান…ত্রিরত্ন সংঘ।।

গত ২৮শে ফেব্রুয়ারি ২০২০ সাল রোজ শুক্রবার শুভ দিনে ভারত – বাংলা উপমহাদেশের সর্বজন নন্দিত …

Leave a Reply

Translate »