প্রবারণা পূর্ণিমার শুভ লগ্নে আন্তরিক শুভেচ্ছা, আজকের এই দিনে বুদ্ধ, ব্রহ্মা, দেবরাজ ইন্দ্র এবং মানুষের মহামিলন হয়েছিল তাই আসুন আমরাও ছোট বড়, ধনী-গরীব, সাদা-কালো, সম্প্রদায় বিভেদ না করে, ভূল-ত্রুটি, দোষ, ক্ষমা করে দিয়ে, হিংসা ভুলে অহিংসা পরায়ন হয়ে সকলের সাথে প্রেম-ভালবাসা, মৈত্রীর বন্ধনে বসবাস করি, আমি কাউকে কিছু দিতে না পারলে বা কোন উপকার করতে না পারলেও যেন আমি ভাল থাকি, ভালো মানুষ ছিলাম এই বাক্য যেন অমর হয়ে থাকে এই কামনা করছি। আমার কথায় বা কাজ এ কেউ মনে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। সকলের মঙ্গল হউক, বিশ্বে শান্তি বিরাজ করুক।
এটা ও দেখতে পারেন
বাংলাদেশের ২য় বৃহত্তম দণ্ডায়মান বুদ্ধপ্রতিবিম্বের বুদ্ধাভিষেক ও একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান…ত্রিরত্ন সংঘ।।
গত ২৮শে ফেব্রুয়ারি ২০২০ সাল রোজ শুক্রবার শুভ দিনে ভারত – বাংলা উপমহাদেশের সর্বজন নন্দিত …