বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা মুখপত্র “সংঘরাজ” এর প্রবারণার সংখ্যার মোড়ক উম্মোচন” সংঘরাজ ভিক্ষু মহামন্ড’র ৬৪তম বার্ষিক সাধারন অধিবেশন অনুষ্টানে শ্রদ্ধেয় উপ-সংঘরাজ স্মৃতিধর শীলানন্দ মহাস্থবির, উপ-সংঘরাজ পুজানিয় ভদন্ত ধর্মপ্রিয় মহাস্থবির ও সংঘরাজ মহামন্ডলের সভাপ্রতি ভদন্ত,বুদ্ধরক্ষিত মহাস্থবিরগণ উম্মোচন করেন। স্থানঃ মহামুনি মহানন্দ সংঘরাজ বিহার রাউজান।
