ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে গত ১৬ অক্টোবর, রবিবার, ২০১৬ ইং ইস্ট লন্ডন বুড্ডিষ্ট কালচ্যারল্ সেন্টার – লুম্বিনী বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান উদ্যাপিত হয়েছে।সকালে বিশ্ব-সুখ-শান্তি কামনায় সমবেত প্রার্থনা,বুদ্ধপূজা ,অষ্টপরিস্কারসহ সংঘদান, ধর্ম দেশনা, চীবর দান, প্রদীপ পূজা
করা হয়। লন্ডনে বসবাসরত বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান শুভ কঠিন চীবর দান উৎসব উপলক্ষে শ্রীলঙ্কান বিহার প্রঙ্গন শ্রীলঙ্কা ও বাংলাদেশী দের মিলন মেলায় পরিণত হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিহার প্রঙ্গন সেজেছে উৎসবের রঙে।