ব্রেকিং নিউজ

সাংসদের সাথে বিনাজুরী বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের প্রবারণার শুভেচ্ছা বিনিময়ঃ সুমন রাজ

সাংসদের সাথে বিনাজুরী বৌদ্ধ কল্যাণ ফাউন্ডেশনের প্রবারণার শুভেচ্ছা বিনিময়। ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~  শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে গত ১৪/১০/১৬ রোজ শুক্রুবার  বিনাজুরী ইউনিয়ন বৌদ্ধ কল্যান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ মাননীয় সাংসদ জননেতা এ বি এম ফজলে করিম চৌধূরীর মহোদয়ের সৌজন্য সাক্ষাতে মিলতি হয়ে শুভেচ্ছা বিনিময় করেন।   এ সময় উপস্থিত ছিলেন বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, সভাপতি মিশন বড়ুয়া, সাধারন সম্পাদক এডভোকেট প্রণব বড়ুয়া, খোকন বড়ুয়া, সুমল বড়ুয়া, চন্দন বড়ুয়া, রণজিত বড়ুয়া, অলক বড়ুয়া, কাজলপ্রিয় বড়ুয়া, চন্দন কুমার বড়ুয়া ও বকুল বড়ুয়া প্রমূখ।

 

শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে গত ১৪/১০/১৬ রোজ শুক্রুবার  বিনাজুরী ইউনিয়ন বৌদ্ধ কল্যান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ মাননীয় সাংসদ জননেতা এ বি এম ফজলে করিম চৌধূরীর মহোদয়ের সৌজন্য সাক্ষাতে মিলতি হয়ে শুভেচ্ছা বিনিময় করেন।   এ সময় উপস্থিত ছিলেন বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, সভাপতি মিশন বড়ুয়া, সাধারন সম্পাদক এডভোকেট প্রণব বড়ুয়া, খোকন বড়ুয়া, সুমল বড়ুয়া, চন্দন বড়ুয়া, রণজিত বড়ুয়া, অলক বড়ুয়া, কাজলপ্রিয় বড়ুয়া, চন্দন কুমার বড়ুয়া ও বকুল বড়ুয়া প্রমূখ।

সম্মন্ধে SNEHASHIS Priya Barua

এটা ও দেখতে পারেন

পূজনিয় শরনংকর বনাম ডঃ হাছান মাহমুদ বা এরশাদ শিরোনামটা শতভাগ সঠিক নয়

(লেখাটি যে কোন কেউ ছাপাতে পারেন আমার অনুমতির প্রয়োজন নাই) পূজনিয় শরনংকর বনাম ডঃ হাছান …

Leave a Reply

Translate »