মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে অবস্হানরত বৌদ্ধদের বৃহওম ধর্মীয় সংগঠন “বাংলাদেশী বৌদ্ধ সমিতি, কুয়েত” এর উদ্যোগে গত ১৪ অক্টোবর ২০১৬ ইংরেজী রোজ শুক্রবার “শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন -১৪২৩” বাংলা সাংগঠনিক সম্পাদক স্বপন বড়ুয়া’র ফেহাস্থ বাসায় বুদ্ধ পূজা ও সীবলী পূজাসহ খন্ড কালীন ভাবনা এবং প্রতিষ্ঠাতা সাঃ সম্পাদক তাপস কান্তি বড়ুয়ার রোগমুক্তির কামনাসহ সারাবিশ্বের মঙ্গল কামনায় এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পঞ্চশীল প্রার্থনা করেন ধর্মীয় সম্পাদক চন্দন বড়ুয়া। বুদ্ধ পূজা ও সীবলী পূজা উৎসর্গ করেন প্রাক্তন প্রধান উপদেষ্টা মৃনাল বড়ুয়া। খন্ড কালীন ভাবনা পরিচালনা করেন প্রধান উপদেষ্টা সন্তোষ বড়ুয়া। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন সাঃ সম্পাদক বিনয় প্রসাদ বড়ুয়া। তিনি উক্ত অনুষ্ঠান আয়োজনে নিরলসভাবে কাজ করে উক্ত ধর্মানুষ্ঠানকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও একই ভাবে কাজ করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন। ধর্মালোচনায় অংশ গ্রহণ করেন পবন বড়ুয়া,তমাল কান্তি বড়ুয়া সুমন রাজ বড়ুয়া, নবাগত সদস্য ভবতোষ বড়ুয়া ও বিদয়ন বড়ুয়া। স্বপরিবারে উপস্থিত হয়ে প্রবারণা পূর্ণিমার তাৎপর্য তুলে ধরে সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করেন সভাপতি অশোক বড়ুয়া। অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত ছিলেন রাউজান নিবাসী ভবতোষ বড়ুয়া (কদলপুর) ও বিদয়ন বড়ুয়া (হোয়ারাপাড়া)। শুভেচ্ছা বিনিময় কালে নবাগত অথিতিদ্বয় সমিতির কর্মকান্ড দেখে আনন্দিত হয়ে সমিতির নানান কাজের প্রশংসা করেন এবং তাৎখনিক সদস্য পদ গ্রহণ করেন। পরিশেষে ধর্মীয় সম্পাদক চন্দন বড়ুয়া সদ্য এক পুত্র সন্তান লাভ করায় এক প্রীতি মধ্যান্ন ভোজের আয়োজন করেন।
এটা ও দেখতে পারেন
পূজনিয় শরনংকর বনাম ডঃ হাছান মাহমুদ বা এরশাদ শিরোনামটা শতভাগ সঠিক নয়
(লেখাটি যে কোন কেউ ছাপাতে পারেন আমার অনুমতির প্রয়োজন নাই) পূজনিয় শরনংকর বনাম ডঃ হাছান …