ডাঃ নিহার রঞ্জন বড়ুয়ার পরলোক গমন। সকল অনিত্যের মাঝে মৃত্যু নিত্য যা সবাইকে গ্রাস করবে। এই ধ্রুব সত্যটা সবাইকে মানতে হবে। আজ১৪/১০/১৬ রোজ শুক্রবার সকাল ১১:২৫মিনিটের সময় পূর্ব পাইন্যাশিয়া,উখিয়া কক্সবাজার, গ্রামের ধার্মিক উপাসক পন্ডিত ব্যক্তিত্ব বৌদ্ধ ধর্মীয় গ্রন্থ লেখক ডাঃনিহার রঞ্জন বড়ুয়া পরলোক গমন করে। উল্লেখ্য প্রয়াত ডাঃনিহার রঞ্জন বড়ুয়া আমাদের সুপরিচিত,তরুন সমাজ কর্মী ফ্রান্স প্রবাসী বাবু কিল্টন বড়ুয়ার জিটু। প্রয়াত উপসকের পারলৌকিক সদগতি কামনায় আগামীকাল ১৫/১০/১৬ দুপুর ১:০০ ঘটিকায় বৈকালিক সংঘদান, স্মৃতিচারণ সভা, ও শেষকৃত্যানুষ্ঠান অনুষ্টানের আয়োজন করা হবে। আমরা তাহার নৈর্বানিক সদগতি কামনা করছি,শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সাধু, সাধু, সাধু।
এটা ও দেখতে পারেন
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সহযোগিতায় আলোকিত বৌদ্ধ যুব সংঘ কর্তৃক ৪র্থবারের মতো ত্রান বিতরণ
আমাদের বৌদ্ধ সমাজের গর্ব,দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।ওনার …