রামুতে বেশ কয়েকটি বৌদ্ধ বিহারে বুদ্ধ মূর্তি ভেঙ্গেচুরে, পুড়িয়ে ছাড়কার করার পর, চোখ না ফেরাতেই হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাংচুর এবং বোদ্ধ সম্প্রদায়ের উপর আক্রমন যেন অব্যাহত রয়েছে এর সুত্র ধরে আবার গতকাল গভীর রাতে বৃহত্তর বৌদ্ধ জনগোষ্ঠী বেষ্টিত আবুরখীল গ্রামের কাস্যপুকুর পাড় শরনংকর ধুতাঙ্গ কুঠীররে বুদ্ধ মূর্তি ভেঙ্গে চুরে আবার বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে দিল।সরকারী বেসরকারী উভয় পক্ষে আমাদের বাবুরা ও আছেন – তাদের কোন শব্দ শুনতে পাচ্ছি না কেন ? ধর্ম যার যার রাষ্ট্র নাকি সবার ! কই বাবুরা আপনাদের ঘুম ভাংগবে কবে ? এ বিষয়ে আশু পদক্ষেপ নেওয়ার জন্য সকলের দৃষ্টি আকর্ষন করছি।
