তোমার ছেলে কি চাকরি টাকরি পেয়েছে নাকি এখন ও বেকার ? চাকরি পেয়েছে তবে এই মুহুর্তে সে মেডিটেশান করছে। সেটা আবার কি? আমি ও জানিনা তবে শুনেছি ওটা নাকি এখানে সেখানে ফালতু বসে থাকার চেয়ে ভালো।