বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ যুব-এর বাংলাদেশ আঞ্চলিক কেন্দ্র ‘নির্বাণা পিস ফাউন্ডেশন’ এর সভাপতি সবুজ বড়ুয়া বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ যুব (The World Fellowship of Buddhist Youth-WFBY)-এর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। থাইল্যান্ডের প্রাচীন রাজধানী আইউথিয়াতে অনুষ্ঠিত গত ২৫-২৮ সেপ্টেম্বর, ২০১৬ ইং ১৯তম বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ যুব-এর সম্মেলন এবং ১ম বিশ্ব বৌদ্ধ নেতৃবর্গের সম্মেলনে সরাসরি ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
বিশ্বের ৪১ টি দেশের ৬০ টি সংগঠন এই বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ যুব (The World Fellowship of Buddhist Youth-WFBY)-এর সভাপতি পদে বিশ্ব বৌদ্ধ যুব –এর অভিসংবাদিত নেতা ডঃ পর্ণচায় পিণায়েপং পুণঃনির্বাচিত হয়েছেন। উর্ধতন সহ-সভাপতি ভেনারেবল চেন কঙ (তাইওয়ান), সহ-সভাপতি হিসাবে যারা নির্বাচিত হয়েছেন যথাক্রমে সবুজ বড়ুয়া (বাংলাদেশ), ডঃ হিন হিন হাই (মায়ানমার), ভদন্ত কুমার কাশ্যপ (শ্রীলংকা), মিস এন ডি (মহাচীন), ভদন্ত তপস্বি ধম্মা ভিক্ষু (ভারত), ভদন্ত ক্ষেমাচারা ভিক্ষু (ভারত), ভদন্ত সুঙ জিন (দক্ষিণ কোরিয়া), মিস পানচারাত লাই (মধ্যপ্রাচ্য), মিঃ অজিতমান তামাং (নেপাল), মিঃ চিন্ময় বড়ুয়া (বাংলাদেশ), মিঃ ইসুরু উদয়গা দুতাঙগোদা (শ্রীলংকা)। মিস ললিতপত জানেজব (থাইল্যান্ড) অর্থ সচিব হিসাবে নির্বাচিত হয়েছেন।
বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ যুব-এর মহাসচিব হিসাবে ডঃ হিরো হিতো (ভারত), সহকারী মহাসচিব হিসাবে দু’জন মিস পারিন্দা পেরী (আমেরিকা) ও মিসেস মিথিলা চৌধুরী (বাংলাদেশ) নির্বাচিত হয়েছেন। এছাড়া উপদেষ্টা পদে আছেন মিঃ উইলিয়াম ওয়ানারাত (থাইল্যান্ড), মিঃ কেট লাই (মধ্যপ্রাচ্য), মিস ভেনারী ট্রাইনেট (থাইল্যান্ড)সহ বিশ্ব বৌদ্ধ যুব নেতৃবর্গ। সম্মেলন উপলক্ষে স্মারক প্রকাশনা ও দিনপঞ্জি প্রকাশিত হয়েছে।
সম্মেলনের প্রধান আকর্ষন ছিল ৬০ টি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে থাইল্যান্ডের সংঘরাজ ফ্রা মহামংগলাচারিয়া (Phra Mahamanglacharya)কতৃর্ক পবিত্র বুদ্ধ ধাতু হস্থান্তর করা হয়।