শীঘ্রই হবে বোকা সম্মেলন। ধন্যবাদান্তে – স্নেহাশীষ প্রিয় বড়ুয়া
আমি বোকা আর তোমরা নেতা
আন্দোলন করবো না ভাই
দোলন দোলন খেলবো
বিপ্লব করবো না ভাই
ছেলের নাম রাখবো।
আমার মত বোকার সংখ্যা বাড়ছে
শীঘ্রই হবে বোকা সম্মেলন।
ধন্যবাদান্তে – স্নেহাশীষ প্রিয় বড়ুয়া
ক্যালিফোর্নিয়া, আমেরিকা