শিল্প সংস্কৃতি সভ্যতার প্রাণকেন্দ্র ফ্রান্সের প্যারিসের লা কর্নবে ত্রিরত্ন বাংলা বুড্ডিস্ট এসোসিয়েশন ফ্রান্স “ইউরোপিয়ান বাংলাদেশ বুড্ডিষ্ট সেন্টার”প্যারিস-ফ্রান্স এর স্থায়ী ভবনের দ্বার উদ্ঘাটন দিন ব্যাপি অনুষ্ঠান মালার মধ্যে দিয়ে সাড়ম্বরে উদযাপিত হয় গত ২রা অক্টোবর রবিবার। অনুষ্টানের শুরুতেই সংগঠনের সহ সাধারন সম্পাদক বাবু উত্তম বড়ুয়া সঞ্চালনায় প্রথম পর্বে ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের আসন গ্রহন, পঞ্চশীল প্রার্থনা করেন বাবু বিকাশ বড়ুয়া স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি বাবু পিনু বড়ুয়া, পরে ভিক্ষুসংঘের পিন্ডদান। দ্বিতীয় পর্বে বৌদ্ধ ধর্মীয় সংগীত পরিবেশন করেন বাবু বরন বড়ুয়া ও নজল বড়ুয়া ,তবলায় শাবলু বড়ুয়া,অনুষ্টানে বক্তব্য রাখেন আহ্ববায়ক দেশপ্রিয় বড়ুয়া , সংগঠনের প্রাক্তন সভাপতি বিশু কুমার বড়ুয়া,উদযাপন পরিষদের সদস্য সচিব প্রনব কুমার বড়ুয়া, ইউরোপিয়ান বাংলাদেশ বুড্ডিষ্ট সেন্টার”প্যারিস-ফ্রান্স এর শুভ
উদ্ভোধন প্রবাসী বৌদ্ধদের বহুদিনের লালিত স্বপ্নের আকাঙ্খার প্রতিফলন বাস্তবায়নে এক ধাপ এগিয়ে যাওয়ার প্রেরণা বলে মনে করছেন বক্তারা ,আগের মন্দিরে ভূমি দাতা ও বুদ্ধ মূর্তি দাতা বাবু শিপক বড়ুয়া ও শিমুল বড়ুয়া কে সংগঠনের পক্ষ থেকে সকলেই সাধুবাদের সহিত “পূন্যাভিনন্দন”জানায়, পরবর্তিতে পরিত্রাণ সুত্রপাঠ এবং বিহারের ভূমি ও ভবনদান উৎসর্গ পর্ব, ধর্মালোচনার করেন ভদন্ত আনিচ্চারা মহাথের তিনি বলেন বৌদ্ধরা অহিংসা নীতিতে বিশ্বাসী, বুদ্ধের আত্নশরণের মূল মন্ত্রই আমাদের আত্নহীতের একমাত্র পথ।প্রধান ধর্মদেশক”বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যানকেন্দ্র “ফ্রান্স এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের দেশনায় বলেন শীল, সমাধি ও প্রজ্ঞার পরিপূর্ন অনুশীলন এবং ধর্ম দর্শন, কৃষ্টি, সভ্যতা ও সংষ্কৃতি পূর্ণ বিকাশই এই প্রতিষ্ঠান অগ্রনী ভূমিকা রাখবে সেই প্রত্যাশা করেন সকলের প্রতি, এছাড়াও বাংলাদেশ,শ্রীলংকা,বার্মা,ভিয়েতনাম ,কম্বেডিয়ান ,থাইল্যন্ড সহ ভিক্ষুসংঘের উপস্থিত বিহারে আমন্ত্রিত নারীদের পদচারনায় মুখরিত ছিল বিহার প্রাঙ্গন। জ্ঞাতিভোজন শেষে এক মনোজ্ঞ সাংকৃতিক পরিবেশনা করে শিল্পী বরন বড়ুয়া।