নিজেকে দান করলাম -স্নেহাশীষ প্রিয় বড়ুয়া
সুখী ছিল আমার ভাইয়ের বউ এর নাম ,
সুখ খুজে বেড়ানো ছিলো আমার কাম ।
যেদিন থেকে মৈত্রী-মুদিতা-করুনা-উপেক্ষা আমার ঘর
সেদিন থেকে অসুখী অসুখী অসুখী হয়েছে আমার পর ।
আপনাদের কী অবস্থা ???
অপরকে দান করার আগে
নিজেকে দান করলাম-
মৈত্রী-মুদিতা-করুনা-উপেক্ষা