দান মানেই দান
দান নয়তো Fun
দানের আছে ত্যাগ মহিমা
দানে দাতার মান।
দানের নামে Fun মানে কি
কারণ যদি শুধাই,
আপনি আমাতে
কাছে তফাতে
মতভেদ হবে হুদাই।
শ্রদ্ধা নিয়ে জ্ঞাতি মিত্র
চীবর দানে যায়,
তবুও কখনো
বাজে জঘন্য
হয়রানি স্বাদ পায়।
বক্তব্য চলে অপ্রাসঙ্গিক
চীবর দান বাদে,
যার কারণে
সাধারণ জন
আটকে ফাঁদে কাঁদে।
অনেকে যখন বিরক্ত হয়ে
বলে, চল রে ভাই হাঁটি,
তখন তো হয়
আসল লক্ষ্য
ষোন আনা মাটি।
বলছি তাই রাখবেন ভাই
সময়ের দিকে লক্ষ্য,
তাতে হবে কি
আপনি আমাতে
আন্তরিকতায় সখ্য।