ব্রেকিং নিউজ

দাদা বানরটার কান্ড দেখেছেন- স্নেহাশীষ প্রিয় বড়ুয়া

14344729_609310252582852_4441769225356920377_n

দাদা বানরটার কান্ড দেখেছেন – বুদ্ধের গায়ে তার পা । তবু পোষ্টটা দেওয়ার পর ও কেউ কিছু বলছে না ????????????

বানরের ভাগ্যো ভালো – মানুষ না হয়ে বানর হওয়াতে কোন বিরুপ সমালোচনা নেই । না হলে এতক্ষন – ফতুয়া জারি – বানর ত্যাগ করুন, সম্ভবত বানরটা ধর্মান্তরিত হওয়ার পর হয়েছে, অপায়ে যাবে নির্ঘাত , এ বেটা গুরু মানে না, এটা প্রজ্ঞা না, এটাতো কোথাও লেখা আছে দেখিনি, এটা দিয়ে বানিজ্য হবে না ইত্যাদি আরও কতকিছু ……………।

অন্ধ চোখ নেই মুখ আছে বললো, ভাই আমি তো বুদ্ধ এবং বানর কোনটাই দেখছি না।

আমি বোকাঃ বানরটি বুদ্ধকে ভালোবাসা জানাতে দেখেছি। আবার ও ৯৯৮টি ভালো ইটের মধ্যে দুটি খারাপ ইট । এই অসাধারন পোষ্টটা আমাকে শিক্ষা দিলো –আকাশ আপনাকে ধন্যবাদ ।

সম্মন্ধে vuato2

এটা ও দেখতে পারেন

মেডিটেশান এবং আপনার ব্রেইন

Leave a Reply

Translate »