বাংলাদেশ সরকারের মনোনীত কুয়েতের রাষ্ট্রদূত মান্যবর আবুল কালাম আজাদ মহোদয়ের সাথে শুভ প্রবরণা পূর্ণিমার শুভেচ্ছা বিনিময় করলেন বাংলাদেশী বৌদ্ধ সমিতি, কুয়েতের নেতৃবৃন্দ। ০৫ই অক্টোম্বর রোজ বুধবার, দুপুর একটায় কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের হল রুমে শুভ প্রবারণার শুভেচ্ছা বিনিময়ে কালে উপস্থিত ছিলেন বাংলাদেশী বৌদ্ধ সমিতি, কুয়েতের উপদেষ্টা উওম বড়ুয়া, সভাপতি অশোক বড়ুয়া, সাঃ সম্পাদক বিনয় প্রসাদ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক স্বপন বড়ুয়া, লিটন চৌধুরী, সুব্রত বড়ুয়া, লিটন বড়ুয়া, সুমন রাজ প্রমুখ।
এই সময় বাংলাদেশী বৌদ্ধ সমিতি, কুয়েত পক্ষ হতে প্রকাশিত একটি সাময়িকী ও সমিতির অতীতের বিভিন্ন কর্মকান্ডের ছবি সংবলিত একটি এ্যালবাম প্রদান করা হয়। ১৯৯৬ সালে হতে সমিতি বিভিন্ন কর্মকান্ড ও ৭০ (সওর লক্ষ) টাকা অনুদান দেওয়া কথা শুনে এবং নানান কর্মকাণ্ডের ছবি দেখে মান্যবর রাষ্ট্রদূত সমিতির ভূয়সী প্রশংসা করেন।
মাননীয় রাষ্ট্রদূত গৌতম বুদ্ধের অহিংসা নীতিকে হৃদয়ে ধারণ করে এবং সেইসাথে বাংলাদেশী বৌদ্ধ সমিতি, কুয়েত অতীতের মত ভবিষ্যতেও দেশের ক্রান্তিকালে সরকারের পাশাপাশি সকল প্রকার সাহায্য সহযোগিতা করার আহ্বান করেন। বাংলাদেশী বৌদ্ধ সমিতি, কুয়েত এর নেতৃবৃন্দ মানুষের কল্যাণে সমিতির সকল সদস্য সর্বদা অঙ্গীকারবদ্ধ বলে মান্যবর রাষ্ট্রদূতকে জানান।