ব্রেকিং নিউজ

কুশল কর্ম সম্পাদন করিলে ও অকুশল বিপাক উৎপন্ন হয় কেন ? স্নেহাশীষ প্রিয় বড়ুয়া

bapy2

কুশল কর্ম সম্পাদন করিলে ও অকুশল বিপাক উৎপন্ন হয় কেন ?
স্নেহাশীষ প্রিয় বড়ুয়া

চতুরার্যসত্য ও পঞ্চস্কন্ধ ইত্যাদিকে না জানাই অবিদ্যা=অবিদ্যার কারনে সংস্কার (পূন্যাভি সংস্কার, অপূন্যাভি সংস্কার ও আনেজ্ঞাতি সংস্কার), সংস্কারের কারনে বিজ্ঞান(১৯ প্রকার প্রতিসন্ধি চিত্তই প্রতিসন্ধি বিজ্ঞান ও ৩২ প্রকার বিপাক অথবা ৮৯ প্রকার চিত্ত প্রবর্ত্তি বিজ্ঞান), বিজ্ঞানের কারনে নামরুপ(১৯ প্রকার প্রতিসন্ধি চিত্ত, ৩৫ প্রকার চৈতসিক ও ২০ প্রকার কর্মজ কলাপ রুপ), নামরুপের কারনে ষড়ায়তন (চক্ষুয়াতন, শ্রোত্রায়তন, ঘ্রানায়তন, জিহবায়তন, কায়ায়তন, মনায়তন), ষড়ায়তনের কারনে স্পর্শ(চক্ষুসংস্পর্শজ, ঘ্রানসংস্পর্শজ, জিহবাসংস্পর্শজ, শ্রোত্রসংস্পর্শজ, কায়সংস্পর্শজ ও মনঃসংস্পর্শজ), স্পর্শের কারনে বেদনা(সুখ বেদনা, দুখ বেদনা ও ঊপেক্ষা বেদনা), বেদনার কারনে তৃষ্ণা(রুপতৃষ্ণা, শব্দতৃষ্ণা, গন্দ্বতৃষ্ণা, রসতৃষ্ণা, স্পর্শতৃষ্ণা ও ধর্মতৃষ্ণা অন্যভাবে বলতে গেলে কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা), তৃষ্ণার কারনে উপাদান (কামোপাদান, দৃষ্টি উপাদান, শীলব্রত ঊপাদান ও আত্নবাদোপাদান অথবা ধুর্মানুসারে লোভ ও দৃষ্টি), উপাদানের কারনে ভব (কর্মভব ও উৎপত্তিভব), ভবের কারনে জন্ম, জন্মের কারনে জ্বরা, মৃত্যু, শোক, নৈরাশ্য ইত্যাদি। এইরুপে সমস্ত দুখরাশি উৎপন্ন হয়। ইহাই প্রতীত্য সমুৎপাদ নীতি ।

এই পর্যন্ত আসিয়া মনে হইলো বেশ বুঝেছি কিন্তু প্রশ্ন দেখা দিল – কুশলকে আশ্রয় করিয়া কুশল কিভাবে উৎপন্ন হয় ??? অকুশলকে আশ্রয় করিয়া অকুশল কিরুপে হয়??? কুশলকে প্রত্যয় করিয়া অকুশল হয় কিরুপে??? আবার অকুশলকে প্রত্যয় করিয়া কুশল কিরুপে উৎপন্ন হয়??? অথবা কুশল কর্ম সম্পাদন করিলে ও অকুশল বিপাক উৎপন্ন হয় কেন ? আবার অকুশল কর্ম করিলে কুশল বিপাক দেয় কেন ??? কিরুপে সহজাত, নিশ্রয় অন্যান্য সম্প্রযুক্ত প্রত্যয় হয় ইত্যাদি বিষয় অভিধর্মের সপ্তম বই পটঠান পাঠে যথাযথ অবগত হয়া যায়। শুধু তাই নয় ত্রিপিটকের যে কোন বিষয়াবলী অনায়াসেই হৃদয়াংগম করা যায়। আজ আবার টাইম আউট অতএব পরবর্তীতে আবার দেখা হবে না ও হতে পারে সেই সঙ্গে এ লেখা পড়ে যাদের পছন্দ হবে না তাদের যেমন নির্বান সাক্ষাত করার কামনা রইলো ঠিক তেমনি যাদের ভালো লাগবে তাদের জন্য ও এবং যাদের এই দুটোর কোনটাই নয় তাদের জন্য ও রইলো নির্বান কামনা। আপিনি ই আপনার ভগবান এ বিষয়ে একটি কথা উল্লেখ না করে শেষ করতে পারলাম না তা হলো সম্প্রতি “কে সেই বস ???” নামে বাংলাদেশে একটি বই বেরিয়েছে যা শিশুদের উদ্দেশ্যে লেখা বইটি কেমন লাগলো জানাবেন ।

সম্মন্ধে vuato2

এটা ও দেখতে পারেন

মেডিটেশান এবং আপনার ব্রেইন

Leave a Reply

Translate »